Arijit

বিদেশে ১০০ টি উইকেট নিয়ে কিংবদন্তিদের টপকে বিশাল নজির গড়লেন বুমরাহ

চোট, আঘাত, বিশ্রাম জনিত কারণের জন্য দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ছিলেন ভারতের তারকা পেসার যাশস্প্রীত বুমরাহ। দীর্ঘদিন পর চোট সরিয়ে দলে ফিরেই ফের জ্বলে উঠলেন বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দুটি ইনিংসেই বল হাতে জ্বলে উঠলেন বুমরাহ। দুই ইনিংসে ইতিমধ্যেই চারটি উইকেট নেওয়া হয়ে গিয়েছে বুমরাহর। সেই সঙ্গে বুমরাহ গড়ে ফেললেন এক অনন্য নজির।

   

টেস্ট ক্রিকেটে বুমরাহ মোট 104 টি উইকেট নিয়েছেন। তার মধ্যে ঘরের মাঠে নিয়েছেন মাত্র চারটি উইকেট অপরদিকে বিদেশের মাটিতে 100 উইকেট নিয়ে বিশেষ নজির গড়লেন বুমরাহ। আর এই 100 টি উইকেট মাত্র 22 টি টেস্ট খেলেই সংগ্রহ করেছেন বুমরাহ।

ভগবত চন্দ্রশেখরকে টপকে ভারতের দ্রুততম বোলার হিসেবে বিদেশের মাটিতে 100 টি উইকেট নেওয়ার নজির গড়লেন জাসপ্রিত বুমরাহ। 25 টি টেস্ট ম্যাচ খেলে 100 টি উইকেট সংগ্রহ করে এতদিন পর্যন্ত তালিকায় শীর্ষে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ভগবত চন্দ্রশেখর, এবার মাত্র 22 টি ম্যাচেই 100 টি উইকেট সংগ্রহ করে তালিকার শীর্ষস্থান দখল করলেন জাসপ্রিত বুমরাহ।