ব্রডের এক ওভারে ৩৫ রান তুলে ১৫ বছর আগের যুবরাজের স্মৃতি উস্কে দিলেন বুমরাহ

ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচের প্রথম দিনে বিরাট, পুজারা ব্যর্থ হলেও ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। প্রথম দিন দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতকে লড়াই করার জায়গায় পৌঁছে দিয়েছিলেন ঋষভ পন্থ।

দ্বিতীয় দিন ফের সেঞ্চুরি করলেন আরও এক ভারতীয়। এই দুজনের ব্যাটে ভর করে ভারত প্রথম ইনিংসে ৪১৬ রান তুলে নেয়। তবে ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা দুর্দান্ত পারফরম্যান্স করলেও এই দিন ব্যাট হাতে রেকর্ড করলেন ভারত অধিনায়ক যাশস্প্রীত বুমরাহ। এইদিন স্টুয়ার্ট ব্রডের এক ওভারেই ৩৫ রান করেন বুমরাহ।

এই ঘটনা মনে করিয়ে দেয় 2007 বিশ্বকাপে যুবরাজ সিং এর কথা। 2007 বিশ্বকাপে এই স্টুয়ার্ট ব্রডের এক ওভারেই ৩৬ রান করেন যুবরাজ সিং। প্রথম ঘটনাটি ঘটেছিল ডারবানে। দ্বিতীয়টি ঘটল বার্মিংহামে। প্রথম বার ব্যাটার ছিলেন যুবরাজ সিংহ। দ্বিতীয় ক্ষেত্রে ব্যাটার যশপ্রীত বুমরা। সেবার টি-টোয়েন্টি ম্যাচের এক ওভারে হয়েছিল ৩৬ রান। এবার টেস্টের এক ওভারে হল ৩৫ রান। সে বার যুবরাজই ৩৬ রান করেছিলেন। এবার করকেন জস্প্রীত বুমরাহ।

Avatar

Koushik Dutta

X