Jio

Jio: বিনামূল্যে মিলবে অতিরিক্ত সুবিধা, OTT সাবস্ক্রিপশন, Jio-র সস্তার প্ল্যানে মাথায় হাত Airtel-র

নিউজশর্ট ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও(Jio)। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সব সময় সস্তার এবং দীর্ঘমেয়াদির সাশ্রয়ী প্ল্যান লঞ্চ করে এই সংস্থা। আর তাই নতুন প্ল্যান নিয়ে আসার পাশাপাশি পুরনো প্ল্যানেও পরিবর্তন আনা হয়।

আপনি যদি OTT প্ল্যাটফর্ম কিনতে চান তাহলে এই প্ল্যানগুলো আপনার জন্য বেশ সুবিধাজনক হতে পারে। কারণ জিওর এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ডেটা ছাড়াও বেশ কিছু ওটিটি সাবস্ক্রিপশন দেওয়া হবে। এই প্ল্যানগুলোর জন্য যথাক্রমে খরচ করতে হবে ১৪৮, ৩৯৮, ১১৯৮ এবং ৪৪৯৮ টাকা।

আপনি যদি এই প্ল্যানগুলোর মধ্যে কোন একটি নির্বাচন করে থাকেন তাহলে অনেক রকমের সুবিধা পাবেন। চলুন তাহলে এই প্ল্যানের মধ্যে কি কি সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক।

Jio Plan

আরও পড়ুন: লাগবে না চাবি, দরকার হবে না ড্রাইভিং লাইসেন্স! মাত্র ৫৬ হাজার টাকায় কিনুন এই ই-স্কুটার

১১৯৮ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন। এতে আনলিমিটেড কলিং দেওয়া হয়, সাথে প্রতিদিন ১০০ টি SMS দেওয়া হয়। এতে প্রতিদিন ২ জিবি ৫জি ডেটা প্রদান করে। এটি ১৪টি OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন দেয়।

Jio

এর সাথে Jio TV অ্যাপ্লিকেশনও পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যেকোন জায়গায় লাইভ টিভি উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে কোন অতিরিক্ত টাকা দিতে হবে না। ১৪টি OTT সাবস্ক্রিপশন অফারের মধ্যে রয়েছে Jio TV প্রিমিয়াম। যার মধ্যে রয়েছে Jio Cinema Premium, Disney+Hotstar, Zee5, SonyLIV, প্রাইম ভিডিও (মোবাইল), Lionsgate Play, Discovery+, Docubay, Hoichoi, SunNXT, Planet মারাঠি, Chaupal, EpicON এবং Kanchcha Lanka।

Papiya Paul

X