নিউজশর্ট ডেস্কঃ এমাসে অর্থাৎ জুলাইয়ের শুরুতেই হুট করে অনেকটা বেড়েছে মোবাইল রিচার্জের (Mobile Recharge Increase) খরচ। রিলায়েন্স জিওর (Reliance Jio) সবচেয়ে জনপ্রিয় রিচার্জের মধ্যে অন্যতম ছিল ১৯৯টাকার প্ল্যান। ককরণ শুরুতে যে প্ল্যান ফ্রীতে দেওয়া হয়েছি সেটাই ছিল এই প্ল্যান। কিন্তু সেটির দাম বাড়িয়ে করা হয় ২৩৯ টাকা। অর্থাৎ ২০% বেড়েছে খরচ।
৩রা জুলাইয়ের আগে ১৯৯ টাকার রিচার্জ করলেই প্রতিদিন ১.৫ জিবি হাইস্পীড ডেটা, আনলিমিটেড কলিং ও রোজ ১০০ SMS ফ্রি পাওয়া যেত। এখানেই শেষ নয়, 5G লঞ্চ করার পর থেকেই সমস্ত প্ল্যানে আনলিমিটেড ফাইভজি দেওয়া হচ্ছিল। আপনি যদি 5G হ্যান্ডসেট ব্যবহার করতেন তাহলে আলাদা করে কোনো খরচই করতে হত না। তবে অহন আর সেটা নেই, একেবারেই বদলে গিয়েছে প্ল্যান।
বর্তমানে আপনি যদি ১৯৯ টাকার প্ল্যানের মত সুবিধা চান তাহলে ২৩৯ টাকার রিচার্জ করতে হবে। শুধু তাই নয় যদি বেশি ডেটা নাও ব্যবহার করেন তাহলেও নূন্যতম ১৮৯ টাকা খরচ করতেই হবে ২৮ দিনের প্ল্যানের জন্য। জিওর এমন দাম বৃদ্ধির ফলে অনেক গ্রাহকেরাই সিম পোর্ট করানো শুরু করেছেন। বিশেষ করে BSNL এ পোর্ট করার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই শেষমেশ গ্রাহকদের টানতে নতুন প্ল্যান আনল জিও।
আসলে Jio, Airtel ও Vi এই তিন কোম্পানি দাম বাড়ালেও BSNL একটাকাও দাম বাড়াইনি। যারফলে এবার মানুষ দ্বিতীয় সিম হিসাবে BSNLকেই বেছে নিচ্ছেন। তাই গ্রাহকদের মন ফেরাতে এবার ১৯৯ টাকার নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করল Jio। কি কি সুবিধা পাওয়া যাবে ও বৈধতা কত দিনের? চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ ধারে কাছেও নেই কেউ! Jio, Airtel এর থেকে ১২০০ টাকা কমে ১৩ মাসের রিচার্জ প্ল্যান আনল BSNL
যেমনটা জানা যাচ্ছে, ১৯৯টাকা রিচার্জ করলে আগে যেমন ১.৫ জিবি হাইস্পীড ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০ sms প্রতিদিন পাওয়া যেত, তেমনই পাওয়া যাবে। তবে আগে বৈধতা ২৮ দিন পাওয়া যেত, সেটা এবার কমে মাত্র ১৮ দিন হয়ে গিয়েছে।