Jio

Partha

৭৩০ জিবি ডেটা সাথে আনলিমিটেড 5G, Jio-র এই রিচার্জ একবার করলেই গোটা বছর ঝিঙ্গালালা!

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় একটি টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Jio)। গ্রাহকদের কথা মাথায় রেখেই প্রতিনিয়ত এই সংস্থার তরফ থেকে নিত্য নতুন রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে আসা হয়ে থাকে। তবে এমন অনেক গ্রাহক আছেন যারা প্রত্যেক মাসে মাসে ফোনের রিচার্জ করতে গিয়ে বিরক্ত হয়ে যান। মনে হয় যদি একেবারে বেশ কয়েক মাসের রিচার্জ করে নেওয়া যেত তাহলে বেশ ভালোই হয়।

   

তাই তাদের জন্যই এবার জিও’র তরফ থেকে আনা হয়েছে দীর্ঘমেয়াদী এক বছরের রিচার্জ প্ল্যান। এক বছরের ভ্যালিডিটি (One Year Validity) সহ এই প্ল্যানটি গ্রাহকদের বিশেষ কাজেও আসতে পারে। তাই যারা বারবার রিচার্জ করা থেকে মুক্তি পেতে চান তাদের জন্য জিওর এই ৩২২৭ টাকার রিচার্জ প্ল্যানটি একেবারে আদর্শ।

এক্ষেত্রে গ্রাহকরা পুরো এক বছরের ভ্যালিডিটি পাবেন। জিও’র এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যায়।  অর্থাৎ পুরো ৩৬৫দিনের জন্য এই প্ল্যানে মোট ৭৩০ জিবি ডেটা পাওয়া যায়। তাই না চিন্তা রিচার্জের আর না হাইস্পীড ডেটা শেষ হওয়ার চিন্তা। আর যাদের ফোন ফাইভজি সাপোর্টেড তাঁরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবেন।

Jio

আরও পড়ুনঃ Jio-Airtel এর দাদাগিরি শেষ! মাত্র ৮৮ টাকার রিচার্জেই বাজার কাঁপানো অফার নিয়ে BSNL

তবে প্রতিদিনের ডেটা কোটা শেষ হওয়ার পরেও এই প্ল্যানে ইন্টারনেট পাওয়া যাবে। যদিও স্পিড কমে ৬৪ কেবিপিএস স্পিডের ইন্টারনেট পাওয়া যায়। জিও ৩৩২৭ টাকার এই প্ল্যানে কোম্পানির তরফ থেকে মোট ৩৬৫ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে থাকে।

জিওর এই প্ল্যানে ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা দেওয়া হচ্ছে। এতে গ্রাহকরা পুরো এক বছরের জন্য যে-কোনো নেটওয়ার্কে অতিরিক্ত টাকা ছাড়াই যত খুশি কথা বলতে পারবেন। এছাড়াও প্রত্যেক দিন ১০০টি করে এসএমএসের সুবিধা পাওয়া যায়।

তবে এখানেই শেষ নয়, এই প্ল্যানে গ্রাহকরা ফ্রি ওটিটি সাবস্ক্রাইবশনও পাবেন। যার মধ্যে রয়েছে প্রাইম ভিডিও মোবাইলে এডিশন। এছাড়াও এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা, এবং জিও ক্লাউডের ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে। কেউ যদি রিলায়েন্স জিওর ৫জি নেটওয়ার্ক এলাকায় থাকেন তাহলে তিনি এই প্ল্যানে আনলিমিটেড ৫টি ডেটাও পাবেন।