নিউজশর্ট ডেস্ক: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থার রিলায়েন্স জিও(Jio)। তার গ্রাহকদের জন্য সবসময়ই সস্তায় এবং দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে আসছে। যেদিন থেকেই এই কোম্পানি ভারতের কিছু রাজ্যে 5G পরিষেবা চালু শুরু করেছে। তখন থেকে এই সংস্থার গ্রাহকের সংখ্যা আরো বেড়ে গিয়েছে।
সম্প্রতি জানা গিয়েছে জিও তার গ্রাহকদের জন্য আরো একটি নতুন সস্তার রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই রিচার্জ প্ল্যানটি মূলত সে সমস্ত গ্রাহকদের জন্য যারা কম ডেটা ব্যবহার করে থাকেন। মূলত সিম সক্রিয় রাখার জন্য রিচার্জ করবেন। চলুন তাহলে এই নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Jio-র ৭৫ টাকার রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানের জন্য গ্রাহককে ৭৫ টাকা খরচ করতে হবে। এই প্ল্যানে আপনাকে প্রত্যেকদিন খরচ করতে হবে তিন টাকা। এই প্ল্যানের সঙ্গে আপনি আনলিমিটেড কলিং, ফ্রী এসএমএস প্যাক এবং ইন্টারনেটের মতো পরিষেবা একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। এই প্ল্যানের বৈধতা থাকবে ২৩ দিনের জন্য।
এই প্ল্যানে ২০০ এমবি অতিরিক্ত ডাটা দেওয়া হবে। এই প্ল্যান নেওয়ার পর গ্রাহকেরা যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা পেয়ে যাবেন। এছাড়া বিনামূল্যে ৫০ টি এসএমএসের সুবিধা দেওয়া হবে। তবে মনে রাখবেন শুধুমাত্র জিওর ফোন ব্যবহারকারীরাই এই প্ল্যানের সুবিধা পেতে পারেন।
Jio-র ৯১ টাকার রিচার্জ প্ল্যান:
জিও-র এই প্ল্যানটিও অনেক সস্তা। এর জন্য গ্রাহককে খরচ করতে হবে মাত্র ৯১ টাকা। এই প্ল্যানের জন্য গ্রাহককে ২৮ দিনের বৈধতা দেওয়া হবে। এর সাথে মোট ৩ জিবি ডেটা অফার করা হচ্ছে। এর পাশাপাশি গ্রাহকেরা যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ৫০ টি ফ্রি এসএমএসের সুবিধা পেয়ে যাবেন। এই প্ল্যানটি গ্রহন করার ক্ষেত্রেও শুধুমাত্র জিওফোন ব্যবহারকারীরাই এই প্ল্যানের বৈধতা নিতে পারবেন।