জিও,নতুন অফার,ওয়েলকাম অফার,5G,Jio,New Offer,Welcome Offer

Moumita

দুর্দান্ত অফার নিয়ে এলো মুকেশ আম্বানির Jio, মিলবে আনলিমিটেড ডেটা থেকে 5G পরিষেবা

অবশেষে দেশে চালু হয়ে গেলো 5G। ইতিমধ্যেই টেলিকম সংস্থাগুলির মধ্যে শুরু হয়ে গেছে প্রস্ততি। বলাইবাহুল্য যে, এই রেসে খানিকটা পিছিয়ে নেই জিও। চলতি বছরের দশমির দিন থেকেই দেশের 4টি শহরে 5G পরিষেবা শুরু করছে Reliance Jio। সংস্থার তরফে জানানো হয়েছে আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হচ্ছে।

   

সত্যি বলতে মুকেশ আম্বানি কখনো চমক দিতে পিছপা হননা। গ্রাহকদের জন্য রোজ নতুন নতুন অফার নিয়ে হাজির হন তিনি। ব্যতিক্রম হয়নি এবারও। সংস্থার দাবি 5G গ্রাহকদের থাকবে একটি ওয়েলকাম অফার। সেখানে 1 gbps স্পিডে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা।

প্রসঙ্গত জানিয়ে রাখি, কলকাতা সহ দিল্লি মুম্বই ও বারাণসীতে Jio-র 5G সার্ভিস পরীক্ষামূলকভাবে শুরু হয়ে যাবে। এর আগেও সাল ২০১৭ তে যখন 4G লঞ্চ হয়েছিলো তখনও এরকমই ওয়েলকাম অফার নিয়ে এসেছিলো জিও। এই মুহূর্তে যাদের কাছে 5G ফোন রয়েছে তারা বিনামূল্যেই পেয়ে যাবেন এই পরিষেবা।

জিও,নতুন অফার,ওয়েলকাম অফার,5G,Jio,New Offer,Welcome Offer

Jio 5G ওয়েলকাম অফারে কী সুবিধা রয়েছে : এই অফারে গ্রাহকরা 1 gbps -এর বেশি স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। যদিও অফারটি ঠিক কতদিনের তা এখনও জানা যায়নি।

Jio 5G ওয়েলকাম অফারের সুবিধা পাবেন কী ভাবে :
কলকাতা, মুম্বই, দিল্লি ও বারাণসীর Jio গ্রাহকদের 5G স্মার্টফোন থাকলেই এই সুবিধা পাবেন।

Jio 5G সম্পূর্ণ বিনামূল্যে : এখনও পর্যন্ত 5G নেটওয়ার্কের কোনো আলাদা প্ল্যান আনেনি সংস্থাটি। এইমুহুর্তে গ্রাহকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হবে পরিষেবা।

Jio 5G নতুন SIM প্রয়োজন : হাতে একটা 5G ফোন থাকাই যথেষ্ট। এর জন্য পৃথক SIM -এর প্রয়োজন নেই।

5G Launch: কলকাতার সঙ্গেই রাজ্যে এই শহরে শুরু 5G সার্ভিস, রিচার্জে খরচ কত : এখনও পর্যন্ত বাণিজ্যিকভাবে নয়, আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করছে Jio। এয়ারটেল ইতিমধ্যেই দেশের ৮ টি শহরে চালু করে দিয়েছে 5G পরিষেবা। বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, শিলিগুড়ি এবং বারাণসীতে 5G সার্ভিস শুরু করেছে এয়ারটেল।

গত ১ অক্টোবর ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্ট থেকে ভারতে 5G পরিষেবার সূচনা হয়েছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। এইদিন সভায় প্রধানমন্ত্রী বলেন, “ডিজিটাল ইন্ডিয়া দেশের উন্নতির বড় ভিশন। এই 5G প্রযুক্তি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই ডিজিটাল ইন্ডিয়ার ভিশন। যা ভারতের যুবকদের জন্য বড় সুযোগ নিয়ে আসবে। গ্রামের স্কুলের পড়ুয়া, শ্রমিকরা সকলের সঙ্গে জুড়ে থাকতে পারবেন। গুজরাট, মহারাষ্ট্র, ওডিশার প্রত্যন্ত এলাকায় 5G-র মাধ্যমে শিশুরা বড় বড় বিশেষজ্ঞের থেকে ক্লাসেই অনেক কিছু শিখতে পারবে।”

প্রধানমন্ত্রী বলেছিলেন, বর্তমানের ডিজিটাল ইন্ডিয়া ভিশন চারটি স্তম্ভের উপর নির্ভর করে দাঁড়িয়ে। ডিভাইসের দাম, ডেটার খরচ, ডিজিটাল কানেক্টিভিটি এবং ডিজিটাল ভাবনা। মোদীর কথায়, “ডিভাইসের দাম তখনই কমবে যখন আমরা আত্মনির্ভর হব।