Jio Internet

Jio Internet: Jio,Airtel,Vi নাকি BSNL! সবচেয়ে সস্তার ইন্টারনেট দেয় কোন সংস্থা জানেন?

নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে ভারতের টেলিকম সংস্থার (Telecom Operator) বাজারে রীতিমতো রাজ করছে জিও (Jio),এয়ারটেল (Airtel) এবং ভিআই (Vi) অর্থাৎ ভোডাফোন আইডিয়া। তালিকায় রয়েছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-ও (BSNL)। তবে এই সংস্থাগুলির মধ্যে সব থেকে সস্তার  ইন্টারনেট কোন নেটওয়ার্ক দিয়ে থাকে জানেন?

ভারতের এই চারটি টেলিকম সংস্থার তরফেই একাধিক রিচার্জ  প্ল্যান অফার করা হয়। এই সমস্ত প্ল্যানেই ব্যবহারকারী ডেটা কলিং এবং এসএমএস-এর মত তিন তিনটি সুবিধা পেয়ে থাকেন। এছাড়া শুধুমাত্র  ইন্টারনেটের জন্যও আলাদা ডেটা ভাউচারের প্ল্যান অফার করা হয়।

এয়ারটেলের প্ল্যান:

জিও,Jio,এয়ারটেল,Airtel,ভিআই,Vi,বিএসএনএল,BSNL,সস্তা,Cheapest,ইন্টারনেট,Internet,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এই তালিকায় প্রথমেই রয়েছে এয়ারটেলের ডেটা ভাউচার। যা শুরু হয়ে থাকে মাত্র ১৯ টাকা থেকে। এই প্ল্যানে গ্রাহকরা একদিনের জন্য এক জিবি ডেটা ব্যবহার করতে পারেন।

জিওর প্ল্যান:

জিও,Jio,এয়ারটেল,Airtel,ভিআই,Vi,বিএসএনএল,BSNL,সস্তা,Cheapest,ইন্টারনেট,Internet,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

একইভাবে জিওর তরফ থেকেও ডেটা ভাউচারের অফার দেওয়া হয়ে থাকে। জিও’র ডেটা ভাউচারের দাম শুরু হয় ১৫ টাকা থেকে। এই প্ল্যানে গ্রাহকরা মাত্র এক জিবি ডেটা পরিষেবা পান।

বিএসএনএল এর প্ল্যান:

জিও,Jio,এয়ারটেল,Airtel,ভিআই,Vi,বিএসএনএল,BSNL,সস্তা,Cheapest,ইন্টারনেট,Internet,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বিএসএনএলের সব থেকে সস্তার ডেটা ভাউচার ১৬ টাকায় পাওয়া যায়। এই ডেটা প্ল্যানিং গ্রাহকরা একদিনের জন্য পেয়ে থাকেন।

আরও পড়ুন: Nokia-র ফিচার ফোনে ৪জি কানেক্টিভিটি! ২৫ বছর পর ফিরে এল পুরানো ফোন

ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়ার প্ল্যান:

জিও,Jio,এয়ারটেল,Airtel,ভিআই,Vi,বিএসএনএল,BSNL,সস্তা,Cheapest,ইন্টারনেট,Internet,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ভোডাফোন আইডিয়ার তরফ থেকেও মাত্র ১৭ টাকায় ডেটা পরিষেবা দেওয়া হয়। এক্ষেত্রে গ্রাহকরা রাত বারোটা থেকে সকাল ৬’টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ট্রাডিশনাল ডেটা ভাউচার হিসাবে এই কোম্পানির তরফ থেকে  এয়ারটেলের মতোই মাত্র ১৯ টাকায় ডেটা ভাউচার দেওয়া হয়ে থাকে।

যা একদিনের ভ্যালিডিটিতে ১জিবি ডেটা দিয়ে থাকে। এমনিতে সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান দিচ্ছে বিএসএনএল। কিন্তু এখনও পর্যন্ত ভারতের সব জায়গাতেই বিএসএনএলের ৪জি সার্ভিস পাওয়া যায় না। তাই সেদিক দিয়ে দেখতে গেলে জিওর প্ল্যানটিই  সবথেকে বেশি সস্তা।

Avatar

anita

X