Papiya Paul

‘পুষ্পা’-তে ভিলেনের চরিত্রের অফার পেয়েও হাতছাড়া হয়! তবুও দক্ষিণী সিনেমার প্রশংসায় পঞ্চমুখ যিশু সেনগুপ্ত

করোনা মহামারীর পর এই প্রথম কোন সিনেমা 100 কোটির ওপর ব্যবসা করলো। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি মুক্তি পাওয়ার দু’দিনের মধ্যেই 100 কোটির উপর ব্যবসা করে ফেলেছিল। এমনকি বলিউড-টলিউড-মালায়ালাম সব ছবির ইন্ডাস্ট্রিকে টক্কর দিয়েছে সুকুমার পরিচালিত তেলেগু এই ছবি।

   

এই ছবিতে হিরো অল্লু অর্জুনের অভিনয়ের সাথে খলনায়কের চরিত্রে অভিনেতা ফহাদ ফাসিলের অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছে। আর এইবার এই সিনেমা নিয়ে বেশ কিছু গোপন কথা শেয়ার করলেন টলিউডের ব্যস্ততম অভিনেতা যিশু সেনগুপ্ত। অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ছবিতে ফহাদের চরিত্রের জন্য প্রথমে তাকে অফার করা হয়েছিল। সেটা করোনা মহামারীর আগে। এরপরে করোনার কারণে এই ছবিতে তাঁর আর অভিনয় করা হয়নি।

কিন্তু করোনার দুটি ঢেউ চলে যাবার পরেও যিশুর সঙ্গে কথাবার্তা চলেছিল ছবির পরিচালকের। তখনও তিনি কোনোভাবেই সময় দিতে পারেনি। এই কাজ করতে পারেনি বলে আক্ষেপ হয়েছিল কিনা জিজ্ঞেস করা হয়েছিল। তখন যিশু বলেছিলেন যে খারাপ লেগেছিল বটে। কিন্তু অল্লু অর্জুনের সঙ্গে ছবি করার সুযোগ পাননি বলে তাঁর আক্ষেপ নেই।

কারণ ঠিক তারপরেই চিরঞ্জিবীর সঙ্গে ‘আচার্য’ ছবিতে অভিনয় সঙ্গে করেছেন যিশু। এই ছবি আগামী বছর ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। যেদিন তাঁর বাংলা ছবি ‘বাবা বেবি ও…’ মুক্তি পাবে। এদিন অভিনেতা বলিউড এবং দক্ষিণী সিনেমায় কাজের যথেষ্ট প্রশংসাও করেছেন। বর্তমানে টলিউড, বলিউড, ওটিটি প্ল্যাটফর্ম, দক্ষিণী সিনেমা সবেতেই দুর্দান্ত কাজ করছেন অভিনেতা।