Arijit

একি হল ইংল্যান্ডের! নিজেদের ব্যাটিং পারফরম্যান্সে হতাশ জো রুট দিলেন কড়া বার্তা

চতুর্থ দিনের শেষে দারুন পজিশনে থেকেও ভারতের কাছে ম্যাচ হারতে হয়েছে ইংল্যান্ডকে। পঞ্চম দিনে যেভাবে ইংল্যান্ড দলের ব্যাটিংয়ে ধ্বস নেমেছে সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। পঞ্চম দিনের শুরুতে ঋষভ পন্থ এবং ইশান্ত শর্মাকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময় ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন দুই বোলার মহম্মদ সামি এবং জাসপ্রিত বুমরাহ। এই দুজনের ব্যাটিংয়ে ভর করে ইংল্যান্ডকে 271 রানের বিশাল টার্গেট দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 120 রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। যা একেবারেই মেনে নিতে পারছেন না অধিনায়ক জো রুট।

   

ম্যাচ শেষে জো রুট বলেছেন, ” দুর্ভাগ্যবশত আমরা আজকে ভালো খেলতে পারেনি এবং ম্যাচ হারতে হয়েছে। যা আমাদের জন্য খুবই হতাশাজনক কারণ এই ম্যাচে একটা সময় আমরা দারুন পজিশনে ছিলাম। সেখান থেকে এইভাবে হার মেনে নেওয়া যায় না। তবে সিরিজের এখনো অনেক বাকি রয়েছে। আমরা একটি শক্তিশালী দল, আমরা নিশ্চয়ই ফিরে আসবো।”

এছাড়াও রুট বলেছেন, “ম্যাচের পার্থক্য করে দেয় সামি এবং বুমরাহর ইনিংস। অনেক চেষ্টা করেও আমাদের বোলাররা সেই জুটি ভাঙতে ব্যর্থ হয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত ভারী পড়েছে। রুটের দাবি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এখনো অনেক ম্যাচ বাকি রয়েছে। এখন আমরা সেদিকেই ফোকাস করতে চাই।”