Arijit

এই ভারতীয় পেসারকে যমের মত ভয় পাচ্ছেন জনি বেয়ারস্টো, বাধ্য হয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বল হাতে ব্যর্থ হন ভারতের তারকা বোলার জাসস্প্রীত বুমরাহ। বল হাতে সেই ম্যাচে একেবারেই ছাপ ফেলতে পারেন নি বুমরাহ। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফ্লপ হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই বল হাতে জ্বলে উঠেছেন বুমরাহ। প্রথম টেস্টেই ন’উইকেট নিয়ে বুমরাহ ফর্মে ফেরার ভয়ঙ্কর ইঙ্গিত দিয়েছেন। এবার বুমরাহর ভূয়সী প্রশংসা শোনা গেল ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর মুখে। বেয়ারস্টোর মতে বুমরাহ হচ্ছেন একজন বিশ্বমানের বোলার।

   

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনলে চূড়ান্ত ব্যর্থ হওয়ার আগেও বেশ কয়েকটি ইনিংসে বল হাতে উইকেট পাননি বুমরাহ। তারপর ভারতীয় টেস্ট দল থেকে বুমরাহর বাদ পড়ার ইঙ্গিত দিয়েছিলেন অনেকেই। মনে করা হচ্ছিল প্রথম টেস্টে ভারত তিন পেসার নিয়ে খেললে বাদ পড়বেন বুমরাহ। কিন্তু বুমরাহর উপর ভরসা রাখেন কোহলি। আর অধিনায়কের ভরসার মান রাখেন বুমরাহ। প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়ে ইংরেজ ব্যাটসম্যানদের কোমর ভেঙে দেন বুমরাহ। তারপর দ্বিতীয় টেস্টে ফের 4 টি উইকেট নেন বুমরাহ।

বুমরাহর প্রশংসা করে বেয়ারস্টোর বলেন, ” বুমরাহ অসাধারণ, ও একজন বিশ্বমানের বোলার। আইপিএলে ওকে দেখেছি, সাদা বলেও দেখেছি এবার লাল বলে দেখলাম। একজন বিশ্বমানের বোলার না হলে এইভাবে নিজেকে প্রমাণ করা অসম্ভব।”