Arijit

পাখির মত উড়ে ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাচ ধরলেন বাটলার, ভিডিও দেখে উত্তাল নেটপাড়া

বৃহস্পতিবার শুরু হয়েছে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে অস্ট্রেলিয়া পায়নি তাদের অধিনায়ক প্যাট কমিন্সকে। প্যাট কমিন্সের অনুপস্থিতিতে এই ম্যাচে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। বল টেম্পারিং কাণ্ডের পর এই প্রথম অধিনায়ক এর ভূমিকায় দেখা গেল স্মিথকে। যা নিয়ে শুরু থেকেই চলছে আলোচনা।

   

এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করলেও ম্যাচের অষ্টম ওভারেই অবিশ্বাস্যভাবে উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেই ওভারে বোলিং করতে আসেন ইংল্যান্ড এর সিনিয়র পেসার স্টুয়ার্ড ব্রাড। 7.3 ওভারে স্টুয়ার্ট ব্রডের বলে পিছনের দিকে একটি দুর্দান্ত খেলেন অজি ওপেনার মার্কাস হ্যারিস।

বলটি খেলার পর হ্যারিস হয়তো ভাবতেও পারেনি বলটি ক্যাচ হয়ে যাবে। কারণ বলটি উইকেটরক্ষক জস বাটলার এর থেকে অনেকটাই দূরে ছিল, যা তালুবন্দী করা কোন উইকেট রক্ষকের পক্ষে খুব একটা সহজ ছিল না। তবে বল লক্ষ্য করে কার্যত উড়ে গিয়ে সেই বলটি ক্যাচ ধরে ফেলেন ইংল্যান্ডের উইকেট রক্ষক জস বাটলার। যা দেখে চোখ ছানাবড়া হয়ে যায় বিশ্ব ক্রিকেটের। এমনকি মার্কাস হ্যারিস পর্যন্ত নিজের আউট বিশ্বাসই করতে পারছিলেন না। মুহূর্তের মধ্যে বাটলারের ধরা সেই ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সারা বিশ্বের প্রশংসা কুড়িয়ে নেন বাটলার।