Arijit

২০২২ আইপিএল থেকে রাহুল এবং রাশিদ খানকে ব্যান করতে চলেছে বিসিসিআই

আজ আইপিএলে রিটেন ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ তারিখ। তারপর হবে আইপিএলের মেগা নিলাম। তবে 2022 আইপিএল শুরুর আগে বড়সড় ধাক্কা খেলেন দুই তারকা ক্রিকেটার কে এল রাহুল এবং রাশিদ খান। বিশেষ সূত্রে জানা গিয়েছে 2022 আইপিএলে খেলা নাও হতে পারে এই দুই তারকার। বিসিসিআইয়ের তরফ থেকে ইতিমধ্যেই এই দুই ক্রিকেটারকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

   

জানা গিয়েছে পাঞ্জাবের প্রস্তাবে রাজি না হয়ে আইপিএলের নতুন ফ্রাঞ্চাইজি লখনউ এর সঙ্গে বছরে প্রায় কুড়ি কোটি টাকার ভিত্তিতে চুক্তি সেরে ফেলেছে কে এল রাহুল। অপরদিকে রাশিদ খানও নাকি লখনউ এর সাথে গোপনে চুক্তি সেরে ফেলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর তারপর বিসিসিআই নড়েচড়ে বসেছে।

এই ঘটনার পরে বিসিসিআইয়ের কাছে লখনউ এর বিরুদ্ধে প্লেয়ার ভাঙ্গিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই বিষয়ে তদন্ত শুরু করেছে বিসিসিআই। বিসিসিআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কোন ক্রিকেটারকে তাদের পুরনো ফ্রাঞ্চাইজি রিলিজ করে দেওয়ার পর তিনি একমাত্র নিলামের মাধ্যমেই অন্য দলে যেতে পারেন। তার আগে বেশি পয়সার বিনিময়ে অন্য কোন দলের সঙ্গে তিনি চুক্তি করতে পারেন না। যদি রাহুল এবং রাশিদ খানের দোষ প্রমাণিত হয় তাহলে বিসিসিআই তাদের এক বছর আইপিএল থেকে ব্যান করতে পারে।”