Arijit

অত্যন্ত চালাকি করে এই ৪ ক্রিকেটারকে ধরে রাখলো কেকেআর, ভয়ে কাঁপছে অন্যরা

আজ আইপিএলের মেগা রিটেন। আজকে অফিসিয়ালী ভাবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিতে হবে তারা কোন কোন খেলোয়ারকে আইপিএল 2022 এর জন্য রিটেন করতে চাই। নিয়ম অনুযায়ী প্রত্যেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের পুরনো দল থেকে চারজন করে ক্রিকেটার রিটেন করতে পারবে।

   

ইতিমধ্যেই আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স অফিশিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে তারা কোন চার জন ক্রিকেটার রিটেন করতে চাই। আইপিএল 2022 এর জন্য কলকাতা নাইট রাইডার্স অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের পুরনো দল থেকে চারজন ক্রিকেটারকে ধরে রাখলো। এই চারজন ক্রিকেটার হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার এবং বরণ চক্রবর্তী।

আন্দ্রে রাসেল ও সুনীল নারিন দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলছেন। কলকাতার অনেক খারাপ সময় ভালো সময়ের সাক্ষী এই দুই ক্রিকেটার। একা হাতে অনেক ম্যাচ কেকেআরকে জিতেয়েছেন আন্দ্রে রাসেল। অপরদিকে কলকাতার প্রায় প্রত্যেক ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্স 2012 এবং 2014 সালে যখন আইপিএল ট্রফি জিতেছিল সেই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অন্দ্রে রাসেল এবং সুনীল নারিন।

অপরদিকে বরণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ার যে কোন দলের কাছে এক বিরাট সম্পদ। গত আইপিএলে এই দুই ক্রিকেটারের উপর ভর করে একেবারে শেষ কয়েকটি ম্যাচ জিতে ফাইনালে চলে গিয়েছিল কেকেআর। আইপিএল এর দ্বিতীয় পর্বে কেকেআর জার্সি গায়ে ওপেন করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ভেঙ্কটেশ আইয়ার অপরদিকে বল হাতে জাদু দেখিয়ে ছিলেন বরণ চক্রবর্তী।