Kar Kache Koi Moner Kotha

Kar Kache Koi Moner Kotha: কমছে TRP, লড়াইয়ে টিকতে ‘কার কাছে কই মনের কথা’তে আসছে এই জনপ্রিয় নায়ক

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha), এই ধারাবাহিকের গল্প নিয়ে নানা রকমের তর্ক-বিতর্ক চললেও পরবর্তীকালে বাস্তবধর্মী ঘটনা দেখিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিরিয়াল। এখানে মানালি দে শিমুল চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

এছাড়া এখানে অভিনয় করছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র, কুয়াশা বিশ্বাস, স্নেহা চট্টোপাধ্যায়, রীতা দত্ত চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যদের জনপ্রিয় অভিনেত্রীরা। তবে শুরুর দিকে টিআরপি তালিকায় ভালো রেজাল্ট করলেও এখন ধীরে ধীরে টিআরপি লিস্টের নম্বর কমছে এই ধারাবাহিকের। তাই গল্পের প্লট পরিবর্তনের পাশাপাশি এবার নতুন এক জনপ্রিয় হিরোকে নিয়ে আসা হয়েছে ধারাবাহিকে।

এই সপ্তাহে টিআরপি তালিকায় কার কাছে কই মনের কথা ৭ নম্বরে জায়গা পেয়েছে এবং এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭। তবে অনেকেই মনে করছেন এইভাবে টিআরপি তালিকায় নম্বর কম হতে থাকলে অল্প কয়েক মাসের মধ্যেই সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হবেন চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু টিআরপি তালিকায় এগিয়ে যাওয়ার জন্য গল্পে কোন রকমের ত্রুটি রাখতে চাইছেন না নির্মাতারা।

আরও পড়ুন: Kar Kache Koi Moner Kotha: মৃত্যুর মুখে পুতুল! বিপদের দিনে শিমুলের কথাই মনে পড়লো মধুবালার, ফাঁস তুলকালাম পর্ব

তাই এই সিরিয়ালে এন্ট্রি নিচ্ছেন স্টার জলসার একসময়ের জনপ্রিয় নায়ক রাজা গোস্বামী। যাকে শেষ দেখা গিয়েছে বিয়ের ফুল ধারাবাহিকে। স্টার জলসার ভালবাসা ডট কম ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই অভিনেতা। এরপর একের পর এক ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি এই ধারাবাহিকে উকিলের চরিত্রে অভিনয় করবেন রাজা।

পরাগের পক্ষের উকিল হয়ে দেখা যাবে অভিনেতাকে। আর অন্যদিকে শিমুলের হয়ে কেষ লড়বে  দেবপর্না পাল চৌধুরী। এর আগে নিয়ে মেয়েবেলা সিরিয়ালে দেখা গিয়েছিল দেবপর্ণাকে। এবার দুই উকিলের লড়াই হবে জমজমাট। এই সিরিয়ালে এই দুই পক্ষের হয়ে একই কেসে লড়া দুটো মানুষ আগে ছিলেন সম্পর্কে। কিন্তু কোন কারনে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। শিমুল এবং পরাগের কেসে এই দুজনের ব্যক্তিগত সম্পর্ক মিলেমিশে একাকার হয়ে যাবে তা আন্দাজ করতে পারছেন দর্শকেরা।

Avatar

Papiya Paul

X