Kar Kache Koi Moner Kotha

Kar Kache Koi Moner Kotha: ‘সমাজসেবা নয় টাকার লোভ! চাকরির জন্য পরাগকে বিয়ে করায় শিমুলকে ‘বেহায়া’ বলছেন দর্শক

নিউজ শর্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকের নায়িকা শিমুলের (Shimul) ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে’ (Manali Dey)।

আর তাঁর বিপরীতে পরাগের (Porag) ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়কে। তবে ধারাবাহিকে পরাগ ছাড়াও শিমুলের আরও একজন নায়ক রয়েছন। তার নাম শতদ্রু। এই শতদ্রুর সাথে শিমুলের সম্পর্ক কলেজ লাইফ থেকে। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন বাড়ির লোকের ইচ্ছায় শিমুল পরাগকে বিয়ে করে নিলেও বিয়ের পর তাদের সংসার তা সুখের হয়নি।

অথচ শিমুলের বিয়ের পরেও তার বিপদে আপদে সবসময় পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল শতদ্রু। কিন্তু শিমুলের অতিরিক্ত মহান হওয়ার চক্করে এখন শতদ্রু-ও শিমুলকে ছেড়ে চলে গিয়েছে। বিগত কয়েকদিন আগেই ধারাবাহিকে দেখা গিয়েছে শিমুলের সাথে ডিভোর্স হয়েছে পরাগের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,শিমুল,Shimul,পরাগ,Porag,বিয়ে,Marriage,শতদ্রু,Shatadru,দর্শক,Audience,ক্ষোভ,Anger,ট্রোল,Troll,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

কিন্তু এই ধারাবাহিকে দেখা যায় ডিভোর্স হওয়ার পরেও শিমুল কিছুতেই তাঁর প্রাক্তন শ্বাশুড়ির ময় ত্যাগ করতে পারছে না। তাই ডিভোর্সের পরেও শিমুল তার আগের শ্বশুর বাড়িতেই থাকতে শুরু করে। শুধু তাই নয় পরাগের দেখাশোনা করারও দায়িত্ব নেয়। আর শতদ্রুকে বিনা কারণে আবার কষ্ট দেয় শিমুল।

আরও পড়ুন: ‘অডিশন না নিয়েই বাদ!’ মিতুল ওরফে আরাত্রিকার কঠিন লড়াইয়ের কাহিনী জানলে অবাক হবেন

এমনকি আগামী পর্বে দেখা যাবে পরাগের সংসার বাঁচানোর জন্য পরাগের চাকরিটা নিতে রাজি হয়ে গিয়েছে শিমুল। আর তাই ডিভোর্সের আরও একবার বিয়ে হচ্ছে শিমুল-পরাগের। যা দেখে পরাগের বাড়ির লোকজন বেজায় খুশি হলেও একেবারেই মেনে নিতে পারছেন দর্শক।

তাই এবার এই সিরিয়ালের নায়িকা শিমুলের ওপরে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকদের একাংশ। সোশ্যাল ক্ষোভ উগরে দিয়ে একজন দর্শক লিখেছেন, ‘বিরক্তকর গল্প। এক ধনাইপানাই চলছে। আর দেখি না এই সিরিয়াল।’ কারও মন্তব্য, ‘শিমুলের চরিত্রটাই দুশ্চরিত্র। নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এখানে এখন টাকা পাওয়ার আশা দেখতে পাচ্ছে তাই কায়দা করছে।’ একই শুরে আরও একজন লিখেছেন, ‘সবটাই টাকা আর চাকরির লোভ। নইলে কেউ চাকরির জন্য আবার বিয়ে করে! সমাজসেবা না হাতি!’

Avatar

anita

X