Kar Kache Koi Moner Kotha to Ashtami these 4 bengali serials are ending because of low trp

Partha

সিরিয়াল প্রেমীদের জন্য খারাপ খবর! আচমকাই বন্ধ হচ্ছে চারটি জনপ্রিয় মেগা

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি দর্শকদের রোজকার বিনোদন মানেই বাংলা সিরিয়াল (Bangla Serial)। কিন্তু বর্তমানে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েই দেখা দিচ্ছে অনিশ্চয়তা। আচমকাই খবর মিলছে একেরপর এক জনপ্রিয় ধারাবাহিক শেষ হচ্ছে (TV Serials Ending)। যা শুনে রীতিমত মন খারাপ দর্শকদের। অদ্ভুতভাবে যে সিরিয়ালগুলো বন্ধ হচ্ছে সেগুলো সবই জি বাংলার।

   

ধারাবাহিকের গল্প যেমনই হোক না কেন আসল হল টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point)। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হলেই টিআরপি তালিকা প্রকাশ্যে আসে। সেখানে সেরা দশে থাকার দৌড়েই লেগে থাকে সকলে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেরা দশে থাকলেও রক্ষে নেই। টিআরপি কমলেই শেষের পথ পা বাড়াচ্ছে জনপ্রিয় মেগা। উদাহরণ স্বরূপ ১১ মাসের মাথাতেই শেষ হচ্ছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)

তবে শুধু পুরোনো মেগা নয় নতুন মেগাও রক্ষা পাইনি। যেমন মাত্র ২ মাস আগেই শুরু হয়েছিল ‘অষ্টমী’। শুরু আগে প্রথম প্রোমোটে যে ট্র্যাক দেখানো হয়েছিল সেই ট্রাক আসাও এখনো বাকি। কিন্তু ফার্স্ট প্রোমো ভিডিওর ট্র্যাক আসার আগেই বিদায় নিচ্ছে অষ্টমী।

Kar Kache Koi Moner Kotha and Ashtami Serial Ending Soon

আরও পড়ুনঃ মঞ্জুলিকা পর্ণা নাকি ফুলকি, কার দখলে বেঙ্গল টপারের শিরোপা? চমকে দিচ্ছে লেটেস্ট TRP তালিকা

এখানেই শেষ নয়, সূত্রমতে আরও দুই সিরিয়াল বন্ধ হচ্ছে। যার মধ্যে একটি হল আলোর কোলে আর অন্যটি যোগমায়া। জানা যাচ্ছে মূলত কম টিআরপি হওয়ার কারণেই বন্ধ হচ্ছে সিরিয়ালগুলো। তবে এভাবে একেরপর এক পছন্দের ধারাবাহিক শেষ হওয়ায় মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের অনেকেরই।

এখানেই শেষ নয়, ষ্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ও শেষ হচ্ছে ১৭ই জুন। প্রসঙ্গত, একদিকে যেমন কিছু গল্প শেষ হচ্ছে তেমনি নতুন কিছু সিরিয়াল আরম্ভও হচ্ছে। ষ্টার জলসার পর্দায় আসছে সোনামনি সাহা ও হানি বাফনার ‘শুভ বিবাহ’। এখন অপেক্ষা জি বাংলার পর্দায় কি কি নতুন সিরিয়াল আসে ও তাতে কোন তারকাদের জুটি বাঁধতে দেখ যায়।