karan johar ignore shreya ghoshal and praised arijit singh

Moumita

করণের ছবিতে গান গেয়ে মেলেনি প্রাপ্য সম্মান, বরং জুটেছে অপমান, ক্ষোভ প্রকাশ শ্রেয়া ঘোষালের!

অরিজিৎ সিং(Arijit Singh) এবং শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal) এই দুটো মানুষই বাঙালির গর্ব। বাংলা থেকে শুরু করে হিন্দি,তামিল, তেলেগু এরকম একাধিক ভাষায় গান গেয়েছেন তারা। এই দুই বাঙালি সঙ্গীতশিল্পী চুটিয়ে কাজ করছেন বলিউডে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘হিট মেশিন’ বলা হয় তাদের। করণ জোহর(Karan Johar) পরিচালিত ‘রকি অউর রানী কি প্রম কাহিনী’ ছবিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন এই দুজন।

   

অমিতাভ ভট্টাচার্যের লেখা এবং প্রীতমের সুর দেওয়া ‘তুম ক্যায়া মিলে’ গানে প্রাণ ঢেলেছে অরিজিৎ এবং শ্রেয়ার গলা। আপামর ভারতবাসীর মন ছুঁয়ে গেছে এই গান। যদিও তার মাঝেই শুরু হয়েছে বিতর্ক। জানা যাচ্ছে শ্রেয়া ঘোষালকে তার প্রাপ্য সম্মান তো দেওয়া হয়ইনি উল্টে অপমান করা হয়েছে বলে গুঞ্জন।

শ্রেয়া ঘোষালের মত একজন গায়িকাকে অপমান করা হয়েছে, বিষয়টা শুনতে অবাক লাগলেও নায়িকা নিজেই এতে খানিকটা হাওয়া দিয়েছেন। গত মঙ্গলবার ‘তুম ক্যায়া মিলে’ গানটি রিলিজ হতেই করণ জোহরের তরফ থেকে একটি টুইট আসে। প্রীতম, অমিতাভ, অরিজিৎ এবং নিজেকে ‘ড্রিম টিম’ বলে আখ্যা দেন পরিচালক। সেখানে শ্রেয়া ঘোষালের উল্লেখ নেই।

অথচ যিনি গানটি গাইলেন তার নাম সেখানে উহ্য। আর এতেই চটে লাল হয়ে যান গায়িকা। করণের এই টুইট দেখে একাধিক মানুষ প্রশ্ন তুলেছিলেন যে কেন শ্রেয়ার নামটা বাদ দেওয়া হল? কেন তিনি কেবল গায়কদের নিয়েই মাতামাতি করছেন? আর এমনি এক টুইটের রিটুইট করে বসেন শ্রেয়া নিজেও। যদিও কিছুক্ষণ পরেই টুইটটি ডিলিটও করে দেন তিনি। তবে ততক্ষণে তার স্ক্রিনশট ভাইরাল নেটদুনিয়ায়।

তার কিছু সময় পর ‘তুম ক্যায়া মিলে’ গানের লিঙ্ক শেয়ার করে করণ এবং অরিজিৎ-র প্রশংসা করেন শ্রেয়া। তিনি লেখেন, ‘অনেক দিন পরে করণ জোহর স্টাইলের বলিউড মিউজিক্যাল রোম্যান্টিক ছবির একটা যথার্থ গান তৈরি হয়েছে। আজকাল যা আমরা সবাই খুব মিস করছি। ‘তুম ক্যায়া মিলে’ সম্পূর্ণভাবে ভালোবাসার গান। অরিজিৎ তোমায় অনেকটা ভালোবাসি। তোমার গলা শুনে হৃদয় গলে যাচ্ছে। প্রীতম-অমিতাভের জুটি তো থামার নামই নিচ্ছে না’।

 

এদিকে করণের টিম-ও নেমে পড়ে ড্যামেজ কন্ট্রোল করতে। করণের টুইটের সাফাই হিসেবে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র নির্মাতারা বলেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘কলঙ্ক’, ‘ব্রহ্মাস্ত্র’র মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। তাছাড়া ‘তুম ক্যায়া মিলে’র টিজারে শ্রেয়ার নাম রয়েছে। তাই এই বিষয়টা নিয়ে অযথা বিতর্ক না হওয়াই ভালো।