Papiya Paul

‘শেহজাদা’ থেকে সরে দাঁড়ানোর ‘হুমকি’ কার্তিকের, অভিনেতাকে ‘অপেশাদার’ তকমা প্রযোজকের

যত দিন যাচ্ছে অভিনেতা কার্তিক আরিয়ানকে নিয়ে মাঝেমধ্যে নানা বিতর্ক সামনে আসছে। এবার নাকি তিনি জানিয়েছেন যে অল্লু অর্জুনের ছবি ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’ হিন্দি ভাষায় মুক্তি পেলে রিমেক থেকে সরে দাঁড়াবেন কার্তিক আরিয়ান। প্রযোজকদের নাকি এমন হুমকি দিয়েছেন অভিনেতা। আসলে অল্লু অর্জুনের এই ব্লকবাস্টার তেলেগু ছবির হিন্দি রিমেক হচ্ছে ‘শেহজাদা।’ এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যানন। চলতি বছরের নভেম্বর মাসেই এই ছবি মুক্তি পাওয়ার কথা।

   

আর অন্যদিকে আলু অর্জুনের এই ছবি আগামী ২৬ শে জানুয়ারি হিন্দি ভার্সনে মুক্তি পাবার কথা ছিল। এই খবর প্রকাশ্যে আসতেই কার্তিক জানিয়ে দেন তেলেগু ছবি হিন্দি ভার্সনে মুক্তি পেলে তিনি ছবি থেকে সরে দাঁড়ালেন। এই তেলেগু ছবির হিন্দি সংস্করণের শর্ত কিনেছিল গোল্ডমাইন টেলিফিল্মস। হিন্দিতে ছবির মুক্তি আটকাতে এই সংস্থার ডিরেক্টর মনীশের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ যিনি কিনা এই ছবির প্রযোজক।

আর তার অনুরোধেই সব কথা মেনে নেন মণীশ। সিনেমা হলে মুক্তি পাবে না অল্লু অর্জুনের ছবির হিন্দি ভার্সন। তার বদলে একটি চ্যানেলে দেখা যাবে হিন্দি ভার্সন এর ছবি। মনীশ জানিয়েছেন যে এই ছবিটি মুক্তি না পেলে তার অনেক টাকার ক্ষতি হবে। এইজন্য চ্যানেলে ছবিটিকে আনা হচ্ছে। তিনি অল্লু অরবিন্দের জন্য এটা করেছেন। কার্তিক আরিয়ানের জন্য এসব করেনি বলেও তিনি জানিয়েছেন। এমনকি কার্তিককে চেনেন না বলেও উল্লেখ করেন।

এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে ‘কার্তিক ভীষণই অপেশাদার। ‘শেহজাদা’-র নির্মাতারা তেলুগু ছবিটি হিন্দিতে বড় পর্দায় আনতে রাজি ছিলেন না। কার্তিকও বলেছিল হিন্দি ডাবিংয়ে এই ছবিটি মুক্তি পেলে ও রিমেক থেকে সরে দাঁড়াবে। কার্তিক সেটা করলে ‘শেহজাদা’-র নির্মাতাদের প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হত। খুবই অপেশাদার আচরণ করেছে ও।’ আর এই ছবির প্রযোজকদের তিনি দীর্ঘ ১০ বছর ধরে চেনেন। তাই তাদের এত টাকা ক্ষতি হোক সেটা চাননি বলেই এই সিদ্ধান্ত।