Arijit

বড় ধাক্কা নিউজিল্যান্ডের, করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন

এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে গিয়েছে ইংল্যান্ড দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড দল। ইতিমধ্যে এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচের সমাপ্তি হয়েছে। প্রথম টেস্ট ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্ট এ জয়ের নায়ক ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট।

   

একেতো প্রথম টেস্ট ম্যাচ হেরে সিরিজে 1-0 ফলাফলে পিছিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। তার ওপর আরও একটি বড় ধাক্কা নিউজিল্যান্ডের জন্য। করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডি বলেছেন, “গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন ছিটকে যাওয়া উইলিয়ামসনের জন্য খুবই দুঃখের। ও হতাশ। আমরা উইলিয়ামসনের পাশে আছি।” উইলিয়ামসনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ ওপেনার হামিস রাদারফোর্ডকে। উইলিয়ামসন করোনা আক্রান্ত হলেও দলের বাকিরা এই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছে বলেই জানানো হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে।