বিনোদন,বলিউড,গায়ক,কেকে,প্রথম পারিশ্রমিক,Entertainment,Bollywood,Singer,KK,First Salary

Papiya Paul

এত টাকা পারিশ্রমিক! জীবনের প্রথম ইনকাম হাতে পেয়ে চমকে গিয়েছিলেন ‘কেকে’ নিজেই

গত ৩১ মে কলকাতায় অনুষ্ঠান করতে এসে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন কেকে(KK)। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পরলোকে গমন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তাঁর মৃত্যুর ১০ দিন কেটে গেলেও এখনও কেকে’ কে নিয়ে আবেগে ভাসছেন তার অসংখ্য অনুরাগীরা। প্রত্যেক মুহূর্তেই কেকে’র জীবনের অজানা কাহিনী জানার আগ্রহ তাদের মধ্যে।

   

‘মাচিস’ ছবির ‘ছোড় আয়ে হম, ওহ গলিয়াঁ’ গানেই প্রথম বলিউডকে নিজের পরিচিতি তুলে ধরেন তিনি। এরপর একে একে ‘হম দিল দে চুকে সনম’ ছবি ‘তড়প তড়প’ থেকে তার নিজস্ব অ্যালবাম ‘পল’-এ গান গেয়ে সকলের মনের মনিকোঠায় জায়গা করে নেন এই শিল্পী।

আপনারা জানলে অবাক হবেন, জীবনের প্রথম পারিশ্রমিক পেয়ে নিজেই অবাক হয়ে গিয়েছিলেন কেকে। কোনো ছবির গান দিয়ে নয়, কেকে’র গায়ক জীবন শুরু হয়েছিল বিজ্ঞাপনী জিঙ্গলে। প্রায় সাড়ে ৩ হাজার বিজ্ঞাপনী গান গেয়েছিলেন তিনি। জানা গিয়েছে, এই জিঙ্গল গেয়েই প্রথম পারিশ্রমিক পান প্রয়াত সঙ্গীতশিল্পী।

এই পারিশ্রমিক নিয়ে তাঁর কোনো অভিজ্ঞতা ছিল না। তিনি ভেবেছিলেন যে হয়তো ৫০০ টাকা মতো পাবেন। ওই জিঙ্গলের জন্য তাঁকে ৫ হাজার টাকা পারিশ্রমিক পান তিনি। এই এতো টাকা দেখে সেইসময় রীতিমতো অবাক হয়ে যান কেকে। এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলেন গায়ক।

কেকের প্রথম প্লেব্যাক এর সুযোগ এসেছিল বিশাল ভরদ্বাজের সঙ্গে। সেখানে ‘ছোড় আয়ে হাম উও গঁলিয়া’ এই গানে অনেকের সঙ্গে গলা মিলিয়েছেন তিনি। তবে তার জীবনের আসল জয়যাত্রা কিন্তু ‘হাম দিল দে চুকে সনম’ ছবির ‘তড়প তড়প কে’ গানের মাধ্যমে। এটাই ছিল তাঁর প্রথম সোলো প্লেব্যাক।