বলিউড,বিনোদন,ওটিটি,পুষ্প দ্যা রাইজ,লক্ষ্মী বোম্ব,দ্যা বিগ বুল,খুদা হাফিজ,Bollywood,Entertainment,OTT,Pushpa The Rise,Lakshmi,Bomb,The Bigg Bull,Khuda Hafiz

Moumita

OTT প্লাটফর্মে ঝড় তুলেছে এই ৬ টি হিন্দি ছবি, কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে ছবির স্বত্ব

গত প্রায় দু’বছর ধরে করোনা অতিমারীর বিপুল প্রভাব পড়েছে বিনোদন জগতে। একাধিক ছবির শ্যুটিং থেকে শুরু করে মুক্তি সবই হয় স্থগিত করা হয়েছে অথবা বিলম্বিত হয়েছে। এমতাবস্থায় রমরমিয়ে বেড়েছে ওটিটির বাজার। এই সময়ে বহু চলচ্চিত্র নির্মাতা তাদের চলচ্চিত্রের স্বত্ব বিক্রি করতে বাধ্য হয়েছিলো ওটিটি প্লাটফর্মগুলির কাছে। এই কারণেই দেশে কোভিড 19 এর দাপট সর্বোচ্চ থাকার সময় অনেক চলচ্চিত্র মুক্তি পেয়েছিলো ওটিটি প্লাটফর্মে। আজকের প্রতিবেদনে, আমরা সেই সমস্ত সিনেমাগুলির কথা বলবো যেগুলি চড়া দামে বিক্রি হয়েছিলো ওটিটি প্লাটফর্মে।

   

1.) পুষ্প: দ্য রাইজ:- বহুল চর্চিত চলচ্চিত্র পুষ্প: দ্য রাইজ-এর ‘শ্রীবল্লী’ গানটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কার্যত বক্স অফিসে ঝড় তুলেছিলো আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না অভিনীত পুষ্পা ছবিটি। ছবির সম্প্রচার স্বত্বের কথা বললে, এটি ৩০ কোটি টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল অ্যামাজন প্রাইমে।

2.) লক্ষ্মী:- অক্ষয় কুমার অভিনীত লক্ষ্মী বোম্ব ছবিটি জনপ্রিয় তামিল ছবি কাঞ্চনা এর রিমেক। যদিও এই হরর-কমেডি এই ছবিটি দর্শকদের হৃদয়ে সেভাবে জায়গা করতে সক্ষম হয়নি তবে ১২৫ কোটি টাকার বিনিময়ে এই ছবিটির স্বত্ব কিনেছিলো ডিজনি হটস্টার।

3.) দ্য বিগ বুল:- অভিষেক বচ্চন অভিনীত ‘দ্য বিগ বুল’ ছবিটি বেশ প্রশংসিত হয়েছিলো দর্শকমহলে। ছবিটি হর্ষদ মেহেতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। বিশেষজ্ঞদের মতে ছবিটি Scam 1992 আগে মুক্তি পেলে হয়তো আরো ভালো সাফল্য পেতে পারতো। প্রসঙ্গত ৪০ কোটির পরিবর্তে নির্মাতারা ছবির স্বত্ব বিক্রি করেছিলেন ডিজনি-হটস্টারের কাছে।

4.) খুদা হাফিজ:- ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত খুদা হাফিজ ছবিটিতে অভিনয় করেছিলেন বিদ্যুৎ জাম্মওয়াল এবং শিবালিকা ওবেরয়। মিডিয়া সূত্রে জানা যায়, এই ছবিটি সম্পূর্ণ বাস্তব প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি এই ছবিটিকে ১০ কোটি টাকায় কিনে নিয়েছিলো ডিজনি-হটস্টার। প্রসঙ্গত রোমান্টিক অ্যাকশন থ্রিলার এই মুভিটি বেশ প্রশংসা কুড়িয়েছিলো দর্শকমহলে।

5.) ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া:- অজয় দেবগন, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, নোরা ফাতেহি এবং অ্যামি ভির্কের মতো তারকায় ভরা ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া ছবিটি দর্শকদের মধ্যে বিশেষ জায়গা করে নিতে পারেনি। তবে ফ্লপের তালিকাতেও ফেলা যায়না এই ছবিকে। জানিয়ে রাখি ইতিমধ্যেই ছবিটির স্বত্ব ১১০ কোটি টাকায় বিক্রি হয়েছে ডিজনি-হটস্টারের কাছে।

6.) শকুন্তলা দেবী:- বিদ্যা বালান, সান্যা মালহোত্রা এবং অমিত সাধের মতো তারকাদের দেখা মিলেছিলো এই ছবিতে। গণিতবিদ শকুন্তলা দেবীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটি বেশ সাড়া ফেলেছিলো দর্শকমহলে। IMDB-তে 6.1/10 রেটিং যুক্ত এই ছবিটির স্বত্ব আমাজন প্রাইমের কাছে ৪০ কোটি টাকায় বিক্রি করা হয়েছিলো।