Papiya Paul

অভিনয় ছাড়লে নিজের বুটিককেই পেশা হিসাবে বাছবেন মানসী সিনহা, নিজের থেকেও অন্যকে সাজাতে ভালোবাসেন অভিনেত্রী

মানসী সিনহা, বাংলা অভিনয় জগতের জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী হলেন তিনি। বড় পর্দা হোক কিংবা ছোটপর্দা তার সাবলীল অভিনয় নজর কেড়েছে দর্শকদের। নায়িকার ভূমিকায় নয় তিনি অভিনেত্রী হিসেবেই নিজের জনপ্রিয়তা বাড়িয়েছেন। চলচ্চিত্র জগতের নামিদামি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এখন তাকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’-তে ছোট ঠাম্মির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

   

প্রতিবারের মতো এবারও এই চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। এই কারণে দর্শকদের প্রশংসা ও পাচ্ছেন অভিনেত্রী। সমালোচনা তাকে নিয়ে কখনো হয়নি বললেই চলে। বরাবরই সাদাসিধে, সরল, ভালো মনের মানুষ তিনি। যখনই তার কথা উঠে আসে তখনই মনে পড়ে তার সেই চেনা রূপ। আটপৌরে তাঁতের শাড়ি, খোপা, কপালে টিপ, মাথাভর্তি সিঁদুর এইভাবেই তো একটার পর একটা চরিত্রে অভিনয় করেছেন তিনি। রিল লাইফ ছাড়াও বাস্তবে তার সাজ-পোশাক খুব প্রশংসা পায়।

তিনি খুব ভালো পোশাকের ডিজাইন করতে পারেন। তিনি যদি অভিনেত্রী না হতেন কিংবা কোনো কারণে অভিনয় ছেড়েও দিতেন তাহলে নিজের বুটিক এই সমস্ত মনোনিবেশ করতেন। নিজেকে সাজাতে যতটা না ভালোবাসেন তার থেকে অপরকে সাজাতে বেশি ভালোবাসেন মানসী। তার বুটিকের পোশাকের অভিনবত্ব দেখেই এখন এই বুটিক এর জনপ্রিয়তা বেড়েছে। জানা যায় অভিনেত্রী নিজেই মুর্শিদাবাদের বেলডাঙা থেকে গামছা, খাদি কাপড় নিয়ে এসে পুরুষ এবং মহিলা সকলের জন্য পোশাক তৈরি করেন।

নিজের এত ব্যস্ততার মধ্যেও সকলের জন্য পোশাক ডিজাইন করেন তিনি নিজেই। তবে কখনো তাকে তার নিজের বুটিকের হয়ে বিজ্ঞাপন করতে দেখা যায়নি। খুব অল্পসময়ের মধ্যেই এক্সক্লুসিভ ডিজাইন পরিচিতি করে নিয়েছে বুটিকের। দুই ছেলে ও স্বামী আর অভিনয়কে নিয়ে সুখে সংসার করছেন তিনি।