Samsung Galaxy

Samsung Galaxy: একের পর এক মারকাটারি ফিচার্স, Samsung Galaxy-র নতুন ফোন মন জিতে নেবে সব্বার

নিউজশর্ট ডেস্কঃ আজকে ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy A55 5G ফোন। এর সাথেই লঞ্চ হয়েছে Galaxy A35 5G ফোনটিও। দুর্দান্ত লুক থেকে শুরু করে অসাধারণ স্পেসিফিকেশন সহ এই ফোনের সেল আগামী কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আজকের এই প্রতিবেদনে Samsung Galaxy A55 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

Samsung Galaxy A55 5G-এর স্পেসিফিকেশন: 

স্ক্রীন: এই ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রীন 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে। এই ফোনে রয়েছে ভিশন বুস্টার টেকনোলজি।

মেমরি: এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB র‍্যাম এবং 128GB স্টোরেজ রয়েছে। এই ফোনের আরেকটি মডেলে 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ এবং তৃতীয় মডেলের ক্ষেত্রে 12GB র‍্যাম ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Smartphone: মাত্র ২৫ মিনিটেই ফুল চার্জ, 200MP ক্যামেরার জবরদস্ত 5G ফোন আনলো Vivo!

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।  এই ফোনের ক্যামেরাতে LED ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং  5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই ক্যামেরায় ওইএইস ফিচার যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা:  Samsung Galaxy A55 5G ফোনে  32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম: এই Galaxy A55 5G ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করেছে। এটি One UI 6.1 সহ কাজ করে থাকে।

ব্যাটারি: এখানে পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A55 5G ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Galaxy A55 ফোনটি 12 5G Bands সাপোর্ট করে থাকে। এই ফোনের মধ্যে USB Type-C 2.0, 5GHz Wi-Fi, Bluetooth v5.3 এবং NFC এর মতো বিভিন্ন প্রয়োজনীয় অ্যাডভান্স ফিচার দেওয়া আছে।

Papiya Paul

X