Arijit

কোহলি-পূজারার ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ালো ভারত, চাপ বাড়ছে ইংল্যান্ডের উপর

ইংল্যান্ডের লিডসে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলির। প্ৰথমে ব্যাটিং করে ভারতের প্রথম ইনিংস শেষ হয় মাত্র 78 রানে। ইংল্যান্ডের বোলারদের সামনে প্রথম ইনিংসে কোন ভারতীয় ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে ভারতের সামনে রানের পাহাড় খাড়া করা ইংরেজরা। জো রুটের দুরন্ত শতরানে ভর করে প্রথম ইনিংসে 432 রান তোলে ইংল্যান্ড। প্রথম ইনিংসে 394 রানের লিড নিয়ে নেয় ইংল্যান্ড।

   

চাপের মুখে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওপেনার কে এল রাহুলকে হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। মাত্র 8 রান করেই প্যাভিলিয়নে ফিরে যায় রাহুল। সেই সময় দলের হাল ধরেন রোহিত এবং পূজারা। দীর্ঘ কয়েক মাস পর ছন্দে ফিরলেন পূজারা।

ব্যক্তিগত 59 রান করে ওলি রবিনসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। রোহিত আউট হতেই ক্রিজে নামেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এদিন কোহলিকে দেখে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছিল যার ফল পাওয়া গেল কোহলির ব্যাটে। কোহলি-পূজারা জুটি শক্ত হাতে ভারতীয় দলের হাল ধরেছেন। 99 রানের পার্টনারশিপ করে ইংল্যান্ড বোলারদের উপর চাপ সৃষ্টি করেছেন কোহলি-পূজারা জুটি। কোহলি করেছেন ব্যক্তিগত 45 রান অপরদিকে পুজারা করেছেন 91 রান। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর 215 রান 2 উইকেটের করে বিনিময়ে। ভারতে এখনও ইংল্যান্ডের থেকে 139 রানে পিছিয়ে রয়েছে।