Money Making Tips

Money Making Tips: ছাড়ুন তো চাকরির চিন্তা, শুরু করুন এই ফুলের চাষ! পকেটে উপচে পড়বে টাকা

নিউজশর্ট ডেস্কঃ এখন শুধুমাত্র চাকরির টাকায় সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আর তাই নিজেদের আর্থিক উপার্জন বৃদ্ধি করার জন্য চাকরির পাশাপাশি অনেকেই ছোটখাট ব্যবসা করতে চাইছেন। কেউ কেউ আবার ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকমের ফুল কিংবা ফলের চাষ করছেন। এক্ষেত্রে এমন কিছু ফুলের চাষ করা যেতে পারে যেখান থেকে মোটা টাকা উপার্জন হতে পারে।

আজকের এই প্রতিবেদনে এমন একটি ফুল চাষ সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেখান থেকে ভালো টাকা উপার্জন হবে। এখন সূর্যমুখী ফুলের চাষ খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প সময়ে অল্প টাকা খরচ করে ভালো টাকা উপার্জন করা যাচ্ছে বলে এই ফুলের চাষ বহু চাষি করছে।

সূর্যমুখী ফুলের পাশাপাশি এই ফুলের তেল প্রচুর ব্যবহৃত হয়। বলা হয় যে বাজারে অন্যান্য তেলের চেয়ে সূর্যমুখী তেল বেশি পুষ্টিগুণ সম্পন্ন। এই তেল শরীরের জন্য অত্যন্ত ভালো। এটি শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে। বাংলার বিভিন্ন জেলাতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়। এই ফুলের বাগান দেখতে ও খুব সুন্দর লাগে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে সূর্যমুখী ফুলের বাগান দেখার জন্য প্রকৃতি প্রেমীরা ঘুরতে আসেন।

আরও পড়ুন: Bank Account Closed: লাস্ট ডেট ৩১ মে! এই ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলুন

জানা  গিয়েছে যে কম খরচে আর্থিকভাবে লাভ হওয়ার জন্য এই ফসলের চাহিদা বেড়েছে। এছাড়া বহু মানুষ এই সূর্যমুখী ফুলের সৌন্দর্য দেখার জন্য আসেন। সূর্যমুখী চাষে এক বিঘা জমিতে আট থেকে দশ হাজার টাকা খরচ হবে। এরপরে সামান্য রাসায়নিক সার লাগে। আর দুইবার সেচ দিতে হয়। সূর্যমুখী গাছকেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই ফুলে থেকে মোটা টাকা লাভ করা যায়।

Business Idea

এছাড়া বিভিন্ন চাষিরা এই সূর্যমুখী ফুল চাষ করার জমি ভাড়া দিয়েও মোটা টাকা ইনকাম করে। সূর্যমুখী ফুলের লোকেশন বহু মানুষ ফটোশুটের জন্য ভাড়া করেন। এখান থেকেও ভালো টাকা রোজগার হয়। অন্যান্য চাষের পাশাপাশি সূর্যমুখী ফুলের চাষ করছে বহু চাষী। যতদিন যাচ্ছে এই চাষের পরিমাণ ততই বাড়ছে। আগামী দিনে এই সূর্যমুখী ফুলের চাষের পরিমাণ আরো বাড়বে বলে মনে করছেন বহু বিশেষজ্ঞরা।

Avatar

Papiya Paul

X