Kolkata Metro

Kolkata Metro: রাজ্যবাসীর জন্য দারুন খবর, তৈরি হতে পারে নতুন একটি মেট্রো রুট! কোথায় কোথায় মিলবে সুবিধা?

নিউজশর্ট ডেস্কঃ বাংলা আরো একটি নতুন মেট্রোরুট পেতে চলেছে। আর এই নিয়ে বড় আপডেট দিয়েছেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তিনি জানিয়েছেন যে এবার আরো সহজে যাতায়াত করা যাবে। এর কারণ খুব শীঘ্রই আরো একটি মেট্রো রুট(Metro Route) পেতে চলেছে বাংলা।

এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে বউবাজারে কাজ করতে গিয়ে সবথেকে বেশি সমস্যায় পড়েছিলেন কর্মীরা। এরপর গত মাসেই সেই বউবাজারে কাজ করতে গিয়েই সাফল্য মিলেছে। জানা গিয়েছে, বউবাজারে একটি কাজ সম্পন্ন করতে মাত্র এক সপ্তাহ সময় লেগেছে। আর এই অল্প সময় লেগে কাজ করাটাকে ভালো লক্ষণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র মারফত জানা গিয়েছে যে এপ্রিলের শেষের দিকে মাত্র এক সপ্তাহেই বউবাজার এলাকার হিন্দ সিনেমার সামনে ক্রস প্যাসেজ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এবারে সেভাবে কোন রকম বাধা আসেনি। বিগত সময়ে এখানে কাজ করতে গিয়ে নানা রকমের সমস্যার সম্মুখীন হয়েছিলেন কর্মীরা। এমনকি ধসের জন্য বহু বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। তাই এই হিন্দ সিনেমার সামনে কাজ করা বেশ কঠিন মনে করেছিলেন কর্মীরা।

Kolkata Metro

আরও পড়ুন: Jio: রোজ ২ জিবি ডেটা, সঙ্গে বাড়তি ২০ জিবি ডেটা একদম ফ্রি! অল্প খরচের ঝাক্কাস প্ল্যান Jio-র

যদিও এপ্রিল মাসে কাজ করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হতে হয়নি। রিপোর্ট মারফত জানা গিয়েছে যে বউবাজারের কাজ নিয়ে নির্মাণকারী ইঞ্জিনিয়াররা একটি চিঠি পেশ করেছে। সেই চিঠিতে বলা হয়েছে যে ধস এড়াতে খুব ধীরগতিতে এখানে কাজ করা হচ্ছে। তাই কাজ করতে একটু দেরি হবে। অক্টোবরের আগে মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছে সেটা হয়তো সম্ভব হবে না।

Kolkata Metro

তবে এই কাজের মধ্যেই ফের নতুন মেট্রোরেল রুটের কথা জানিয়েছেন বিজেপি নেতা রথীন চক্রবর্তী। তিনি বলেন যে হাওড়া -ময়দান-কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার হাওড়া থেকে সাতরাগাছি পর্যন্ত মেট্রো চালু করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী।

Avatar

Papiya Paul

X