পাবে না কেউ রেহাই! ২০৩০ সালের মধ্যে জলের তলায় ডুববে কলকাতা, ভয়ঙ্কর সতর্কবাণী বিজ্ঞানীদের

নিউজশর্ট ডেস্কঃ ‘টাইটানিক’ ছবিটি প্রায় সবাই দেখেছেন কিংবা ‘২০১২’ যেই ছবিগুলোতে জলের তলায় ডুবে গিয়েছিল সবকিছু। ওতো সিনেমার গল্প আদৌ কি এরকম কখনো ঘটে নাকি? যদি ধরুন আপনার এই কল্পনা বাস্তবে রূপান্তরিত হল! নিশ্চয়ই ভাবছেন এই প্রতিবেদনে উল্টোপাল্টা লেখা হচ্ছে। আসলে এমনটা কিন্তু নয়, এই কল্পনা বাস্তবে রূপান্তরিত হতে খুব বেশি দেরি নেই।

সময় এগিয়ে চলছে ঝড়ের গতিতে। হাতে মাত্র আর কয়েকটা বছর। কোন কোন ক্ষেত্রে আর কুড়ি বছরের অপেক্ষা, কখনো আবার ত্রিশ বছর। তারপর বিশ্বের বড় বড় সব শহরগুলো জলের তলায় ডুবে যাবে। এই তালিকাতে রয়েছে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ভিয়েতনামের হো চি মিন। এমনকি ইতালির ভেনিস থেকে নেদারল্যান্ডের আমস্টার্ডরাম। এত গেল বাইরের দেশের কথা আমাদের দেশের দুটো জনপ্রিয় শহর কলকাতা(Kolkata) এবং মুম্বাইও(Mumbai)।

বিভিন্ন গবেষণা অন্তত এমনই ভয়ংকর আভাস দিচ্ছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানী নবারুণ ঘোষ বলেছেন যে তাপমাত্রা হুহু করে সব জায়গাতেই বাড়ছে। অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার আরো বেড়ে চলেছে। সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিয়েছেন যে এই জায়গাগুলো জলের তলায় ডুবে যাবে। আর এক্ষেত্রে সময় লাগতে পারে ৫০ বছর, কোন জায়গার ক্ষেত্রে ২০ বছর। কোন জায়গায় ক্ষেত্রে আবার ২০৩০ সাল।

আর এর মধ্যে যদি কোন পদক্ষেপ না হয় তাহলে ডুবে যাবে প্রাণের শহরগুলো। এবার প্রশ্ন হল কোন কারনে এমন অবস্থা হবে? এই ঘটনার পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো বিশ্ব উষ্ণায়ন(Global Warming)। বিশেষজ্ঞরা বলছেন যে হিমবাহ গলে সমুদ্রের জলস্তর ক্রমশ বেড়ে চলেছে। সমুদ্রের জলতল আরো কয়েক ফুট পর্যন্ত বেড়ে যাবে। সমুদ্রের জলস্তর বাড়লে নদীর মধ্যে নোনা জল ঢুকতে শুরু করবে। আর এই ঘটনায় উপকূলীয় শহরগুলোর জন্য বিপদজনক।

আরও পড়ুন: সবাই এত ‘Moye Moye’ করছে কেন? ৯৯ শতাংশ মানুষই জানেন শব্দ দুটির অর্থ

বিজ্ঞানী নবারুণ ঘোষ আরো বলেছেন যে কার্বন-ডাই-অক্সাইডের লেভেল হু হু করে বাড়ছে। কমে যাচ্ছে অক্সিজেনের মাত্রা। আর বরফের স্তর গলছে। দ্রুত গতিতে গলে যাচ্ছে হিমবাহ গুলিও। আর এর ফলেই বাড়ছে বিপদ। এবার এই বিপদের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে কলকাতার ওপর। কিন্তু কলকাতার অবস্থান সমুদ্র লাগোয়া নেই তবুও কেন এই অবস্থা? ভূতত্ত্ববিদদের বক্তব্য কলকাতার ওপরে যেভাবে লোড ডিস্ট্রিবিউশন হচ্ছে তাতে শহরের মাটি বসে যাচ্ছে।

আরও পড়ুন: বিদেশ ভেবে ভুল করেন অনেকে! জীবনে একবার হলেও ঘুরে আসুন ভারতের এই ৪ টি জায়গা

এবার গঙ্গার জলতলের উচ্চতা থেকে কলকাতা শহরের উচ্চতা মাত্র আধ মিটার বেশি রয়েছে, তাই ভবিষ্যতে যদি সমুদ্রের জলতলের উচ্চতা বাড়ে, তাহলে গঙ্গার জলের তল বাড়বে। সেক্ষেত্রে পথেঘাটে প্রতিদিন গঙ্গার জল ঢুকবে। সমুদ্রের এই করালগ্রাস থেকে কলকাতাকে বাঁচিয়ে রেখেছে সুন্দরবনের ম্যানগ্রোভ। কিন্তু বর্তমান সময়ে সেই ম্যানগ্রোভ অঞ্চলকে ফাঁকা করে দিচ্ছে অসাধু লোকজন। আর তাতেই কলকাতা শহরের বিপত্তি আরো বেড়ে চলেছে। অবাক লাগলেও এই ঘটনা ঘটতে আর খুব বেশি দেরি নেই অন্তত এমনটাই মনে করছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা।

Papiya Paul

X