Moye Moye

anita

সবাই এত ‘Moye Moye’ করছে কেন? ৯৯ শতাংশ মানুষই জানেন শব্দ দুটির অর্থ

নিউজ শর্ট ডেস্ক: ‘মোয়ে-মোয়ে’ (Moye Moye) ইদানিং গোটা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এই ছোট্ট দুটি শব্দে। হোয়াটসঅ্যাপ,ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্মে এখন দারুন ট্রেন্ডিং এই দুটি শব্দ। এখন প্রায় সব রীল ভিডিওর ব্যাকগ্রাউন্ডেই বাজছে এই ‘Moye Moye’ গান। অথবা ভিডিওর সাথে কোনো না কোনো ভাবে জুড়ে দেওয়া হচ্ছে এই সুপার ট্রেন্ডিং দুটি শব্দ।

   

জানলে অবাক হবেন এই শব্দ দুটি এতটাই ভাইরাল যে কলকাতা পুলিশ বা দিল্লি পুলিশও তাদের  সতর্কতা মূলক টুইটগুলিতেও এই শব্দ ব্যবহার করেন। সম্প্রতি আয়ুষ্মান খুরানাও  দিল্লির একটি গানের অনুষ্ঠানে একটি পাঞ্জাবি গান গাওয়ার সময় হঠাৎ করেই কয়েকবার গেয়ে উঠেছেন ‘মোয়ে মোয়ে’।  ভারত পাশাপাশি বাংলাদেশের রিলস ভিডিয়োতেও এখন চলছে মোয়ে মোয়ে।

কিন্তু কী এই মোয়ে মোয়ে?

কিন্তু আসলে এই শব্দ দুটির মানে কি তা সম্পর্কে সঠিক ধারণা নেই অধিকাংশ নেটিজেনদেরই। জানা যাচ্ছে এই মোয়ে মোয়ে শব্দ দুটি আসলে সার্বিয়ান গান থেকে নেওয়া হয়েছে। আসল এই সার্বিয়ান গানটির নাম ডেজনাম। এটি সার্বিয়ান গায়িকা তেয়া ডোরা গেয়েছেন। যদিও আসল শব্দ দুটো মোটেই  ‘মোয়ে মোয়ে’ নয়।

মোয়ে-মোয়ে,Moye Moye,ট্রেন্ডিং,Trending,ভাইরাল ভিডিও,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সার্বিয়ান গায়িকার গানের মাঝে  নারী কণ্ঠে বা কোরাসে শোনা যায় দুটি শব্দ ‘Moje More’। সার্বিয়ান উচ্চারণে যা ‘মোয়ে মোরে’। সেটাই অপভ্রংশ হয়ে ভারতের রিলস ভিডিয়োতে হয়ে গিয়েছে মোয়ে মোয়ে।সার্বিয়ান ভাষায় মোয়ে মোরে শব্দ দুটির অর্থ খারাপ স্বপ্ন। গানের মধ্যেও দেখানো হয়েছে মানুষের কষ্ট, সংগ্রাম এবং বারবার দুঃস্বপ্ন দেখার প্রবণতা।

আরও পড়ুন: বেশিদিন চলবে রান্নার গ্যাস! এই সহজ উপায়ে গ্যাস বার্নার পরিষ্কার করেই দেখুন ম্যাজিক

তবে ভারতেও ট্রেন্ডিং হওয়া রিলে মানুষের কষ্টও দেখানো হচ্ছে, কিন্তু মজার উপায়ে। এই অল্প দিনেই এই গানে এখনও পর্যন্ত লাখ লাখ রিল তৈরি হয়েছে। রিলস বা শর্টসে গানটি এই ভাবে ছড়িয়ে পড়ায় সবচেয়ে বেশি খুশি সার্বিয়ান গায়িকা তেয়া দোরা। তাই নিজের থ্রেডস অ্যাকাউন্টে ধন্যবাদও জানিয়ে গায়িকা লিখেছেন, ‘ধন্যবাদ গানটি ভালোবাসার জন্য। সার্বিয়ান মিউজ়িক সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে দেখে খুব ভালো লাগছে।’