Papiya Paul

কুমার শানু গাইলেন ভক্তিগীতি, উচ্ছ্বসিত ভক্তরা

মেলোডি কিং কুমার শানু, ভারতের ইতিহাসে এমন একজন সংগীতশিল্পী, যিনি একের পর এক দুর্দান্ত গান আমাদের উপহার দিয়েছেন। উনিশ শতকে ৯০% সিনেমাতে গান গেয়েছেন তিনি। আজও সেই গান আমাদের অন্তরে সমানভাবে বিরাজ করে। একসময় কিশোরকুমারের গান শুনে গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন কুমার শানু।এখন নিজেই একজন অভিজ্ঞ সংগীতশিল্পী। বড় বড় মঞ্চে তাকে বিচারকের আসনে দেখতে পেয়েছি আমরা।

   

 

বর্তমানে বিভিন্ন রিয়ালিটি শো থেকে উঠে আসছে অনেক নামিদামি সংগীতশিল্পী। তেমনই একটি জনপ্রিয় সংগীত অনুষ্ঠান হল “সুপার সিঙ্গার ৩”। চলতি বছরে এই অনুষ্ঠানের বিচারকের আসনে বসতে দেখা যাচ্ছে সংগীত শিল্পী কুমার শানু কে। কুমার শানু ছাড়াও এই জনপ্রিয় রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে দেখতে পাওয়া যাচ্ছে সনু নিগাম এবং কৌশিকী চক্রবর্তীকে। অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত।

সম্প্রতি চ্যানেলের তরফ থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, আগামীকালই পুজো উপলক্ষে মঞ্চে কুমার শানু গাইছেন আমার সাধ না মিটিলো নামক ভক্তি গানটি। কুমার শানুর মুখে গলায় প্রথম ভক্তিগীতি শুনে উচ্ছসিত উপস্থিত দর্শকরা। আরো একবার নস্টালজিক হয়ে পড়লেন সকলে।

উল্লেখ্য, এই বছর প্রতিযোগিতার মধ্যে রয়েছে ব্যাপক কম্পিটিশন। বিচারকদের মতে এই বছর প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। কাকে বাছাই করবেন তার এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না বিচারকরা। অন্যদিকে কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, সো এগিয়ে নিয়ে যেতে কাউকে না কাউকে বাদ দিতে হবে। এই বছর প্রতিযোগিতার মধ্যে কোন বয়সের উদ্দেশ্যে মারাকানা হলেও ন্যূনতম বয়স রাখা হয়েছে ১৮ বছর।