Papiya Paul

২৫ টাকা ছিল জীবনের প্রথম আয়, বিপুল সম্পত্তি রেখে গেলেন ‘সুরসম্রাজ্ঞী’ লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর, ভারতের বিখ্যাত এই সঙ্গীতশিল্পীর জীবনের প্রথম সময় কিন্তু খুব চড়াই-উৎরাইয়ের মধ্যে কেটেছিল। খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন তিনি। তার জীবনের প্রথম রোজগার ছিল মাত্র ২৫ টাকা। তবে সেই থেকে নিজের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার জেরে আজ ১০০ কোটির মালিক ছিলেন তিনি। মূলত তার এই অধ্যাপনা ও নিষ্ঠাই ছিল তার জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। আজ অর্থাৎ রবিবার সকালে প্রয়াত হয়েছেন এই জনপ্রিয় শিল্পী।

   

রেখে গিয়েছেন তার জীবনের সেরা গানগুলো। তার বাবা দিননাথ মঙ্গেশকার ছিলেন নাট্যমঞ্চের একজন পরিচিত মুখ। বাবার হাত ধরে ছোট বয়স থেকেই নাটক এবং গানের সঙ্গে তার পরিচয় হয়। বাবার সাথে দিদিমার কাছেও লোকগানের তালিম নিয়েছিলেন ছোটবেলাতেই। মাত্র ১৩ বছর বয়সে গান গেয়ে লতা মঙ্গেশকর রোজগার করেছিলেন ২৫ টাকা। ছোটবেলা থেকেই শিশু শিল্পী হিসেবে তাঁর গানের জনপ্রিয়তা ছিল প্রচুর। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তার সুরেলা কন্ঠে মাতোয়ারা থাকতেন অনুরাগীরা।

তবে বর্তমানে তিনি কিন্তু বিপুল সম্পত্তির মালিক। ৯২ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী রেখে গিয়েছেন তার প্রচুর সম্পত্তি। বিভিন্ন রিপোর্টের সূত্র মারফত জানা গিয়েছে, তার মাসিক আয় ছিল প্রায় ৪০ লক্ষ টাকা। প্রতি বছরে প্রায় ৬ কোটি টাকা তিনি পেতেন। এটা মূলত তাঁর গানের রয়্যালটি থেকে আসতো। বিপুল সম্পত্তির মালিক হলেও তিনি ছিলেন একেবারেই মাটির মানুষ। তার সঙ্গ যারা পেয়েছেন তাদের কাছে লতাকে দেখে এমনটাই মনে হয়েছে।

তবে গাড়ির বিষয়ে ভীষণ শখ ছিল সুরসম্রাজ্ঞীর। তার বাড়ি ‘প্রভুকুঞ্জের’ গ্যারেজে ছিল বেশ কিছু সেরা এবং স্টাইলিশ গাড়ি। তিনি বহুবার সাক্ষাৎকারের সময় তার গাড়ির বিষয়ে শৌখিনতার কথা উল্লেখ করেছেন। তিনি তার ক্যারিয়ারের শুরুতে ইন্দোর থেকে মায়ের নামে একটি গাড়ি কিনেছিলেন। যে গাড়িটি ছিল শেভরোলে। এছাড়া তার গ্যারেজে ছিল বুইক এবং ক্রিসলার। জানা গিয়েছে, যশরাজের তরফ থেকে তাকে একটি মার্সিডিজ উপহার দেওয়া হয়।

যশরাজের ‘বীরজারা’ সিনেমাতে লতার সুরেলা কন্ঠে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আর তাই প্রযোজক সেসময় মার্সিডিজের চাবি তুলে দিয়েছিলেন লতাজির হাতে। গায়িকা নিজেই এক সাক্ষাৎকারে সে সম্পর্কে জানিয়েছেন। এক রিপোর্টে বলা হয়েছে, ‘নাইটেঙ্গল অফ ইন্ডিয়া’র তার সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৩৭০ কোটি টাকা। কেউ কেউ আবার অবশ্য দাবি করেছেন, তার সম্পত্তির পরিমাণ ১০৭-১১৫ কোটি। তবে তার মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন তার অনুরাগী থেকে সংগীত মহলের প্রায় সমস্ত জনপ্রিয় শিল্পীরা।