নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে আট থেকে আশি আমাদের সকলেরই দুনিয়াটাই যেন অচল এই মুঠোয় বন্দি স্মার্টফোন (Smartphone) ছাড়া। এখনকার দিনে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে কার্ভ ডিসপ্লের (Curve Display) মোবাইল। আর এবার মোবাইল প্রেমীদের মন ভালো করতে এক দারুন সুখবর নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড লাভা (Lava)।
২০২৪ সালেই লাভার তরফ থেকে বাজারে আনা হচ্ছে কার্ভ ডিসপ্লের স্মার্টফোন। জানা যাচ্ছে লাভার এই স্মার্টফোনটি হতে চলেছে ব্লেজ সিরিজের। লাভার প্রেসিডেন্ট সুনীল রায়না লাভা ব্লেজ কার্ভ ৫জি (Lava Blaze Curve 5G) নিয়ে টিজ করলেও পরে এই আসন্ন ডিভাইসের লঞ্চের বিষয়ে কোনও আপডেট ছিল না। কিন্তু এবার জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা লাভা ব্লেজ কার্ভ ৫জি-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন।
তিনি সম্প্রতি X প্ল্যাটফর্মে @stufflistings-এর মাধ্যমে ফোনের প্রথম ছবি এবং এর বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য শেয়ার করেছেন। টিপস্টার জানিয়েছেন লাভার এই স্মার্টফোনটি মার্চের প্রথম সপ্তাহেই লঞ্চ হবে।
লাভা ব্লেজ কার্ভ ৫জি কালার ভেরিয়েন্ট এবং লুক
টিপস্টারের শেয়ার করা ছবি থেকে জানা যাচ্ছে লাভা ব্লেজ কার্ভ ৫জি নীল রঙের ভেরিয়েন্টে আসবে। এটির পিছনে একটি LED ফ্ল্যাশ সহ তিনটি বৃত্তাকার ক্যামেরার রিং রয়েছে। এই মোবাইলের ভলিউম এবং পাওয়ার বোতামগুলি ডিভাইসের ডানদিকে রয়েছে। ইতিপূর্বে দ্য মোবাইল ইন্ডিয়ান-এর প্রতিবেদনে জানানো হয়েছে ভারতের এই স্মার্টফোনটির দাম ১৫ হাজার টাকার-ও কম হবে। এই নতুন মোবাইলটি অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে।
আরও পড়ুন: কোন দেশের পাসপোর্ট কত বেশি শক্তিশালী! জানেন ভারতের র্যাঙ্কিং কত?
লাভা ব্লেজ কার্ভ ৫জি এর বৈশিষ্ট্য
স্মার্টফোনটিতে একটি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট দিয়ে থাকে। যদি সত্যিই এই ফোনটি বাজারে আসে তাহলে এটিই হতে চলেছে লাভার কার্ভড ডিসপ্লের প্রথম স্মার্টফোন। এর মোবাইলের পিছনে একটি 64MP Sony সেন্সর থাকতে পারে। এছাড়াও টিপস্টার এই আসন্ন স্মার্টফোন সম্পর্কে আরও কিছু তথ্য জানাতে চলেছে। জানা যাচ্ছে ভারতের বাজারে লাভা খুব তাড়াতাড়ি Blaze Curve 5G স্মার্টফোন লঞ্চ করার তারিখ ঘোষণা করবে।