LIC

Papiya Paul

LIC: ১১ লক্ষ টাকা পাবেন, রোজ রাখুন মাত্র ৮৭ টাকা, LIC-র এই পলিসিতে পাবেন অনেক বেনিফিট

নিউজশর্ট ডেস্কঃ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের পর সাধারণ মানুষের কাছে অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(Life Insurance Corporation Of India)অর্থাৎ এলআইসি(LIC)। এটি দেশের একমাত্র সরকারি ইন্সুরেন্স কোম্পানি। এখানে টাকা রাখলে সেটি নিরাপদের পাশাপাশি মোটা টাকা রিটার্ন পাওয়া যায়।

   

সাধারণ মানুষের সুবিধার্থে এলআইসি নিত্যনতুন স্কিম নিয়ে আসে। এমনই একটি পলিসি হলো এলআইসি আধার শিলা পলিসি(Lic Aadhaar Shila Policy)। এই পলিসিটি মহিলা গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে। এই প্ল্যানে সঞ্চয় এবং বীমা কভারেজ উভয় পাওয়া যাবে।

এই পলিসি চলাকালীন গ্রাহক যদি মারা যান, তাহলে তার পরিবার কিংবা নমিনীকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে। আর পলিসিতে অর্থ বিনিয়োগ করলে লোন নেওয়ার সুবিধা রয়েছে।

আরও পড়ুন: Cyclone Update: ফের আসছে দামাল ঘূর্ণিঝড় ‘রেমাল’, এই কথাটির অর্থ কি? কারা নাম রাখল জানেন?

এই পলিসির আর কি কি সুবিধা রয়েছে?

  • এই পলিসিতে ৮ বছর থেকে ৫৫ বছর বয়সী যে কোন মহিলা নিতে পারবেন।
  • এই পলিসির সর্বনিম্ন মেয়াদ ১০ বছর এবং সর্বোচ্চ মেয়াদকাল ২০ বছর।
  • এই পরিস্থিতির সর্বোচ্চ ম্যাচুরিটির সময় ৭০ বছর।
  • গ্রাহকেরা এখানে প্রত্যেক মাসে, প্রত্যেক তিন মাসে, প্রত্যেক ছয় মাসে কিংবা প্রত্যেক বছর প্রিমিয়াম জমা করার সুযোগ পাবেন।
  • এই পলিসির সবথেকে গুরুত্বপূর্ণ সুবিধা হল এখানে ৭৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত সাম অ্যাসিউরড পাওয়া যায়।  LIC

এই পলিসিতে রোজ ৮৭ টাকা বিনিয়োগ করে কিভাবে ১১ লক্ষ টাকা পাওয়া যাবে?

কোন মহিলা গ্রাহক যদি রোজ ৮৭ টাকা করে জমানো শুরু করেন, তাহলে ১ বছরে তার সঞ্চিত অর্থের পরিমাণ হবে ৩১ হাজার ৭৫৫ টাকা। আর ১০ বছরে জমানো অর্থ হবে ৩ লক্ষ ১৭৫৫০ টাকা। এবার ৫৫ বছর বয়সী কোনো মহিলা যদি ১৫ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে বিনিয়োগের মেয়াদ শেষে ৭০ বছর বয়সে তিনি হাতে পাবেন ১১ লক্ষ টাকা।