নিউজশর্ট ডেস্ক: কন্যা সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য পিতা-মাতা সব সময় শুরুর থেকে চেষ্টা করে থাকেন। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। সম্প্রতি কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য এলআইসি কন্যাদান পলিসি(Lic Kanyadan Policy) এনেছে।
যে পলিসিতে কন্যা সন্তানের লেখাপড়া ও বিবাহের খরচের কথা মাথায় রেখে অর্থ সঞ্চয় করা হয়। কন্যা সন্তানের পিতা-মাতারা তাদের মেয়ের জন্য এই পলিসির সুবিধা গ্রহণ করতে পারেন। তবে সেক্ষেত্রে কন্যার বয়স কমপক্ষে এক বছর হতে হবে। এর পাশাপাশি অভিভাবকের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: LIC: এই পলিসি থাকলেই কেল্লাফতে, LIC-তে মিলবে প্রচুর টাকা! শুধু করুন এই কাজ
চলুন তাহলে এই পলিসিতে কিভাবে কি সুবিধা পাওয়া যাবে বিস্তারিত জেনে নেওয়া যাক।
LIC কন্যাদান পলিসি:
১) এক্ষেত্রে যে কোন ভারতীয় নাগরিক এমনকি এনআরআই ও তার মেয়ের ভবিষ্যতের জন্য এই পলিসি নিতে পারেন।
২) এই পলিসির মেয়াদ ২৫ বছর পর্যন্ত।
৩) কমপক্ষে একলাখ টাকা পর্যন্ত বীমা এই পলিসিতে যে কেউ নিতে পারেন।
৪) প্রত্যেকদিন ১২১ টাকা করে বাঁচিয়ে মাসে ৩ হাজার ৬০০ টাকা যদি প্রিমিয়াম দেওয়া যায় তাহলে ২৫ বছর পর পাওয়া যাবে ২৭ লক্ষ টাকা। এক্ষেত্রে ২২ বছর পর্যন্ত প্রিমিয়ামর অর্থ প্রদান করতে হবে।
৫) এছাড়া এই পলিসি চলাকালীন উপভোক্তা যদি কোন দুর্ঘটনায় মারা যান, তাহলে এলআইসি পরিবারকে আর্থিক সুবিধা দেবে।
৬) আর স্বাভাবিক কোনো কারণে উপভোক্তা মারা গেলে সেক্ষেত্রে এলআইসি পরিবারকে ৫ লক্ষ টাকা অর্থ দেবে।
৭) এক্ষেত্রে গ্রাহক চাইলে মাসিক কিংবা ত্রৈমাসিক বা বার্ষিক হিসেবে প্রিমিয়াম জমা দিতে পারে।
৮) পরপর তিন বছর প্রিমিয়াম জমা দিতে পারলে এবং পলিসি একটিভ থাকলে এই পলিসি থেকে লোন পাওয়ার ও সুবিধা রয়েছে।
তবে এই পলিসি গ্রহণ করার আগে একজন এলআইসির এজেন্টের থেকে সমস্ত বিষয়ে জেনে নিয়ে তারপরে এগোনো উচিত।