নিউজশর্ট ডেস্কঃ নিজের ভাগ্য বদল করার জন্য বহু মানুষ লটারি টিকিট কেটে থাকে। কারোর কারোর ভাগ্য বদল হয় ঠিকই আবার অনেকেই লটারি কেটে কেটে সমস্ত টাকা শেষ করে ফেলে। লটারি কেটে অনেকেই কোটিপতি হয়েছেন। তবে আপনাদেরকে আজকে এমন একজন লটারি বিজেতার(Lottery Winner) গল্প শোনাবো যা শুনলে মাথা ঘুরে যাবে। এই ব্যক্তি লটারি টিকিট কেটে একেবারে ১৬ হাজার কোটি টাকা জিতেছেন।
আমেরিকার এই যুবক মাত্র কয়েক মিনিটের মধ্যেই পেয়ে গিয়েছেন ১৬ হাজার কোটি টাকা। শুধু তাই নয়, সম্পত্তির নিরিখে তিনি শিল্পপতি রতন টাটাকেও টক্কর দিয়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যে একজন সাধারণ মানুষ হয়ে গিয়েছেন কয়েক হাজার কোটির মালিক। এই জন্য বলা হয় উপরওয়ালা যখন কিছু দেয় তখন সত্যিই অনেক বেশি দেয়। আমেরিকার যুবক এডউইন কাস্ত্রো সকলের মধ্যে থেকে অন্যতম সেরা হয়ে উঠেছেন।
২০২২ সালের নভেম্বর মাসে লটারি কেটেছিলেন তিনি। এরপরই পেয়ে যান জ্যাকপট। তার লটারিতে জেতা অর্থে পরিমাণ ছিল ২০০ কোটি ডলার। এত সম্পত্তির মালিক হয় তিনি বহু ধনকুবেরকে টক্কর দিতে পেরেছেন। এমনকি টপকে গিয়েছেন ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রতন টাটাকে। ভারতের শিল্পপতি রতন টাটার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪ হাজার কোটি টাকা। সেখানে এই কাস্ত্রো লটারি জিতে অর্থ পেয়েছেন ভারতীয় মুদ্রায় ১৬ হাজার ৪০৭ কোটি টাকা।
আরও পড়ুন: FD Interest Rate: টাকা রাখলেই লাখপতি! ৯% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক! FD করলেই মিলবে সুযোগ
এরপরেই এই আমেরিকার যুবককে নিয়ে হইচই পড়ে গিয়েছে। যদিও এই পুরস্কার মূল্যের সমস্ত টাকা তিনি হাতে পাননি। কর এবং অন্যান্য ক্ষেত্রে টাকা কেটে নিয়ে তার হাতে এসেছে ৯৯ কোটি ৭০ লক্ষ ডলার। হঠাৎ করে এত টাকা পেয়ে তিনি চমকে গিয়েছিলেন। কি করবেন এত টাকা কিভাবে খরচ করবেন? ভেবে পাচ্ছিলেন না। তবে এই জ্যাকপট মেলার পর এই যুবক একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। সেই বাড়িটির দাম ৩ কোটি ডলার।
যদিও এই বাড়ি কেনার সময় ৫০ লাখ ডলার ছাড় পেয়েছেন তিনি অর্থাৎ আড়াই কোটি ডলারে এই বাড়ি কিনতে পেরেছেন। ক্যালিফোর্নিয়র হলিউড হিলস এলাকায় এই বাড়ি কিনেছেন কাস্ত্রো। এই বাড়িতে জিম, থিয়েটার, সুইমিংপুল সমস্ত কিছুই রয়েছে। এখানে এত বড় গ্যারেজ রয়েছে যেখানে একসঙ্গে কমপক্ষে সাতটি গাড়ি রাখা যাবে। অর্থাৎ রাতারাতি ধনকুবের হয়ে গিয়েছেন আমেরিকার ৩০ বছর বয়সী এই যুবক।