WBBSE release Madhyamik Exam 2025 dates

কবে থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা ২০২৫? Madhyamik 2025 এর দিনক্ষণ জানালো মধ্যশিক্ষা পর্ষদ

নিউজশর্ট ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২৮শে জুন শুক্রবার প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন (Madhyamik Exam 2025 Routine)। এদিন সাংবাদিক বৈঠক করে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার স্কুটিনি ও রিভিউ এর ফলাফল ঘোষণা হয়। তারপরেই আগামী বছরের পরীক্ষার সময়সূচী ও দিনক্ষণ জানালেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

পর্ষদের ঘোষণা অনুযায়ী ২০২৫ সালেও ফ্রেব্রুয়ারি মাসেই হবে মাধ্যমিক পরীক্ষা। এদিন এক বৈঠকের পর পর্ষদের পক্ষ থেকেই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামী বছর ১০ই ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা, চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। কবে কি পরীক্ষা? চলুন দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর দিনক্ষণ সহ নির্ঘন্ট।

Madhyamik Exam 2025 রুটিন

১০ ফেব্রুয়ারি (সোমবার) — প্রথম ভাষা
১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার)— দ্বিতীয় ভাষা
১৫ ফেব্রুয়ারি (শনিবার) — অঙ্ক
১৭ ফেব্রুয়ারি (সোমবার) — ইতিহাস
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) — ভূগোল
১৯ ফেব্রুয়ারি (বুধবার) — জীবনবিজ্ঞান
২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) — ভৌতবিজ্ঞান
২২ ফেব্রুয়ারি (শনিবার) — ঐচ্ছিক বিষয়

সাধারণত মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করে দেওয়া হয়। তবে এবছর তার ব্যতিক্রম হয়েছে। প্রায় এক মাসেরও বেশি সময় পর আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কেন এই দেরি হল তা নিয়ে কোনো অফিসিয়াল কারণ জানানো হয়নি বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

আরও পড়ুনঃ টিকিট ছাড়া হাওড়া স্টেশনে ভুলেও নয়! জব্বর কড়াকড়ি রেলের, ধরলেই ফাইন নিশ্চিত

বৈঠকের পর মাধ্যমিক ২০২৫ এর দিনক্ষণ ঘোষণা করলেও পর্ষদের ওয়েবসাইটে এই মুহূর্তে তা দেওয়া হয়নি। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পর্ষদের তরফ থেকে। তারপরেই ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট দেখতে পাওয়া যাবে।

প্রসঙ্গত, এদিনের সাংবাদিক সম্মেলনে মাধ্যমিক পরীক্ষার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন পর্ষদ সভাপতি। তিনি জানান, মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছিল ৩ লক্ষ ৯৬ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষা বসেছিল ৩ লক্ষ ৯৪ হাজার ৭০৫ জন। মোট পরীক্ষার্থীর ৩ লক্ষ ৫২ হাজার ১৩৯ জন অর্থাৎ ৮৯.২১% পাশ করেছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X