আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন আইসিবির মহম্মদ সিরাজ

দীর্ঘ কয়েক বছর আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মহম্মদ সিরাজ। যার সুবাদে ভারতীয় দলেও সুযোগ পান তিনি। টিম ইন্ডিয়ার জার্সি গায়েও ভালো পারফরম্যান্স করেছেন। তবে এবার আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরুর মহম্মদ সিরাজ।

এক সময় আরসিবিকে অনেক ম্যাচে জেতানো সিরাজ এবার বল হাতে হতাশ কবলেন আরসিবি টিম ম্যানেজমেন্টকে। সেই সঙ্গে গড়ে ফেললেন এক লজ্জার রেকর্ড। এবার আইপিএলে বল হাতে উইকেট তেমন পাননি। উল্টে রান দিয়েছেন প্রচুর। তাতেই হয়েছে এক লজ্জার রেকর্ড। আইপিএলের এক মরসুমে সব থেকে বেশি ছয় দেওয়ার রেকর্ড এখন তাঁরই নামের পাশে লেখা।

এতদিন পর্যন্ত এই রেকর্ডটি ছিল ডোয়েন ব্র্যাভোর নামে। 2018 সালের আইপিএলে 16 টি ম্যাচ খেলে ক্যারিবিয়ান অলরাউন্ডার দেন 29 টি ছয়। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন সিরাজ। সিরাজ 15 টি ম্যাচ খেলে ছয় দিয়েছেন 31 টি। যা এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাস সর্বোচ্চ।

Avatar

Koushik Dutta

X