Arijit

জন্ম থেকেই ডানহাত অকেজো! বাঁ-হাতেই দেশকে সোনা জেতালেন ১৯ বছরের মনীশ

যদি জীবনে কিছু বড় করার ইচ্ছা থাকে, যদি দেশকে সারা বিশ্বের কাছে সম্মানিত করার ইচ্ছা থাকে তাহলে কোন বাঁধায় যে বাধা নয় সেটাই প্রমাণ করে দেখালেন মনীশ নারওয়াল। জন্ম থেকেই তাঁর ডান হাত অকেজো, কোন কাজই করতে পারেন না ডান হাত দিয়ে। তবে তাতেও তিনি থেমে যাননি, বাঁহাত দিয়েই বাজিমাত করলেন টোকিও প্যারালিম্পিকে। টোকিও প্যারালিম্পিকে 50 মিটার এয়ার পিস্তলে দেশকে সোনা জেতালেন 19 বছরের মনিশ নারওয়াল। সেই ইভেন্টেই রুপো জিতেছেন ভারতের সিংহরাজ আদানা।

   

19 বছরের মনিশ নারওয়াল প্যারালিম্পিকে শুধু সোনায় জিতলেন না, সেই সঙ্গে করলেন বিশ্ব রেকর্ড। ফাইনালে তার স্কোর ছিল 218.62, অপরদিকে রূপো জয়ী সিংহরাজের স্কোর ছিল 216.7। এই ইভেন্টে ব্রোঞ্চ জিতেছেন রাশিয়ার সের্জি মালিশেভ।

ইভেন্টের শুরুটা দুর্দান্ত করেছিলেন সিংহরাজ আদানা। কিন্তু শেষ দুই রাউন্ডে বাজিমাত করে সোনা জিতলেন মনিশ নারওয়াল। শেষ দুটি রাউন্ডে মনীশ স্কোর করেন 10.8 এবং 10.5। সেই সঙ্গে সিংহরাজকে টপকে সোনা জিতে ইতিহাস গড়লেন মনিশ নারওয়াল।