Arijit

জাদেজাকে পাঁচে নামানোয় ক্ষিপ্ত মঞ্জেরেকর, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে খোঁচা দিলেন টিম ম্যানেজমেন্টকে

লিডস টেস্টের প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটে। সেই সময় আজিঙ্কা রাহানে এবং ঋষভ পন্থের আগে রবীন্দ্র জাদেজাকে নামানো হয়। আর ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকর। মঞ্জেরেকরের মতে, ইংল্যান্ডের এই কন্ডিশনে যেখানে ভারতের তারকার ব্যাটসম্যানরা রান পাচ্ছে না, সেখানে জাদেজার ওপর ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটু বেশিই ভরসা করে ফেলছে। ভারতীয় কন্ডিশনে  জাদেজাকে আগে নামানো যেতেই পারে তবে ইংল্যান্ডের এই কন্ডিশনে সেটা কখনই ঠিক নয়।

   

এক আলোচনায় সঞ্জয় মঞ্জেরেকর বলেন, ” আমার মনে হয় টি-টোয়েন্টির ধারণা টেস্ট ক্রিকেটেও চলে এসেছে। জাদেজার পারফরমেন্সের ওপর ভারতীয় দল একটু বেশিই ভরসা করে ফেলছে। ভারতের মাটিতে জাদেজাকে পাঁচ নম্বরে নামানো যেতেই পারে কিন্তু ইংল্যান্ডের ওই কন্ডিশননে যেখানে বল ক্রমাগত সুইং করছে সেখানে জাদেজাকে পাঁচ নম্বরে নামানো বোকামি ছাড়া কিছুই নয়।”

জাদেজাকে আগে নামানো হলেও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেনি জাদেজা। 34 বল খেলে মাত্র 10 রান করেই প্যাভিলিয়নে ফিরে যান জাদেজা। ইংল্যান্ডের বোলারদের সুইংয়ের সামনে বারবার অসুবিধার মধ্যে পড়তে দেখা যায় জাদেজাকে।