Arijit

সত্যি কথা বললে টাকা কাটা যাবে! বির্তকিত DRS আউট নিয়ে আম্পায়ারকে একহাত নিলেন মায়াঙ্ক

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান স্টেডিয়ামে চলছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার কে এল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল। ওপেনিং জুটিতে 100 রানের পার্টনারশিপ করে ফেলেন মায়াঙ্ক এবং রাহুল।

   

তবে 60 রানের মাথায় আউট হয়ে প্যাবিলিয়নে ফিরতে হয় মায়াঙ্ককে। দক্ষিণ আফ্রিকা বোলার লুঙ্গি এনগিডির বলে এলবিডব্লিউ হয়ে 123 বলে 60 রান করে আউট হয়ে যান মায়াঙ্ক।

আর মায়াঙ্ক আগারওয়াল এর এই আউট নিয়ে তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক। মায়াঙ্ককে যেভাবে আউট দিয়েছেন আম্পায়ার সেটা একেবারেই মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। এমনকি মায়াঙ্ক নিজেও আম্পায়ারের এই সিদ্ধান্তে খুশি হতে পারেন নি।

ফিল্ড আম্পায়ার লুঙ্গি এনগিডির আবেদন নাকচ করার পর দক্ষিণ আফ্রিকার তরফ থেকে রিভিউ নেওয়া হয়। এতে দেখা যায় বল লেগ স্ট্যাম্পের একেবারে ধারে টার্চ করছে অর্থাৎ এই সিদ্ধান্ত সব সময় আম্পায়ার্স কল হওয়া উচিত কিন্তু থার্ড আম্পায়ার এটাকে সরাসরি আউট দিয়ে দেন। আর এই নিয়ে তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক।

ম্যাচের পরে মায়াঙ্ককে এই আউট নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘আমাকে আমার মতামত দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাই আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। অন্যথায়, আমি খারাপ হয়ে যাব এবং আমার টাকা (ম্যাচ ফি) কাটা যেতে পারে।’