Arijit

ভারতকে উত্তেজিত করে ভুল করেছে ইংল্যান্ড, সিরিজ জিততে পারবেনা ওরা, মাইকেল ভন

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। আর হাড্ডাহাড্ডি এই ম্যাচে 151 রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে ভারত। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে 1-0 লিড নিয়েছে বিরাট ব্রিগেড। আর ভারতের এই জয় দেখার পর উল্টো সুর গায়তে শুরু করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। এতদিন পর্যন্ত বারবার ভারতীয় দলের সমালোচনা করে বিরাট বাহিনীকে কটাক্ষ করে টুইট করেছেন তিনি। তবে ভারতের লর্ডস টেস্টে জেতার পর ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ হলেন মাইকেল ভন। অপরদিকে ইংল্যান্ডের তীব্র সমালোচনা করলেন তিনি।

   

মাইকেল ভন মনে করেন এমন হাড্ডাহাড্ডি উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের এইভাবে জয় বিরাট কোহলিদের প্রচন্ড ভাবে উত্তেজিত করবে। যার প্রভাব পড়বে সিরিজের বাকি ম্যাচ গুলিতেও। লর্ডসে 151 রানের বিরাট ব্যবধানে হারের ফলে সিরিজের বাকি ম্যাচ গুলিতেও ইংল্যান্ড দল আর কামব্যাক করতে পারবে না বলেই মনে করেন মাইকেল ভন।

দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের শেষে সকলে ধরেই নিয়েছিলেন এই ম্যাচ হয়তো ইংল্যান্ড জিতবে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের ক্রমাগত স্লেজিং করে পরিস্থিতি উত্তপ্ত করে দিয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটাররা। যার ফলে ইংল্যান্ডে ব্যাটসম্যানরা মাঠে নামার সময় ভারতের প্রত্যেক ক্রিকেটার তাদের স্লেজিং করে। অধিনায়ক বিরাট কোহলির আক্রমণাত্মক মনোভাবের ফলে ভারতীয় বোলাররা উজ্জীবিত হয় এবং ইংল্যান্ডকে মাত্র 120 রানেই শেষ করে দেয়।