Papiya Paul

রাজ্যে কাজ নেই,ফের ভিন রাজ্যে ফিরতে চাইছেন পরিযায়ী শ্রমিকরা

করোনা আতঙ্কে যানবাহন না পেলেও পায়ে হেঁটেও বাড়ি ফিরেছিলেন ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। কিন্তু এখানে ফিরে এসেও কাজ পায়নি তাদের অনেকেই। তার ওপর অতিবর্ষার ফলে 100 দিনের কাজও প্রায় বন্ধ। কাজ হলেও তাতে মজুরি পাওয়া যাচ্ছেনা। ভিন রাজ্যে যেখানে তারা প্রতিদিন 600 থেকে 700 টাকা রোজগার করতেন সেখানে এই রাজ্যে দৈনিক 200 টাকাও পাওয়া যাচ্ছে না। তাই জীবনের আগে জীবিকা বাঁচাতে ফের ভিন রাজ্যে চলে যেতে চাইছেন পরিযায়ী শ্রমিকরা।