দেখতে দেখতে ৩০-শে ঘরে পৌঁছে গেলেন বাংলার সার্বজনীন ক্রাশ আদৃত রায়। ভক্তমহলে তাতে নিয়ে চর্চা কম হয়না। এই মুহূর্তে তিনি টেলিভিশনের অন্যতম হার্টথ্রব। তাই এই অভিনেতার জন্মদিন নিয়ে যে ভক্তদের মধ্যে উত্তেজনা থাকবে চরমে তা বলাই বাহুল্য। শুধু ভক্তমহলেই নয় মিঠাই পরিবারেও রীতিমত সাজো সাজো রব। তাই নয়, জন্মদিনে ভক্তদের জন্যও থাকবে বিশেষ চমক, এমনটাই কথা দিয়েছিলেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব আদৃত রায়। সেই কথা কি রেখেছেন বার্থডে বয়।
কিছুদিন আগেই ‘বং ক্রাশ’ আদৃত ফেসবুকে জানিয়েছিলেন এই বিশেষদিনে চাইলেন তার সঙ্গে দেখা করতে পারবে ফ্যানেরা। ইতিমধ্যে জীবনের ২৯ টি বসন্ত পর্নকরে ৩০ শে পা দিলেন অদৃত রায়। তবে এই নিয়ে সবচেয়ে বেশি উচ্ছাস দেখা যাচ্ছে মিঠাই পরিবারে। সেখানে সেলিব্রেশন থামার কোন নাম নেই। মাত্র কয়েকদিন আগেই ছিল খুদে সদস্য নিপার জন্মদিন, খুব ধুমধাম করে পালন হয় তা। এবার টলিউডের হার্টথ্রব অদৃত রায়ের পালা। তার জন্মদিনে ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে নেটিজেনরা। কিন্তু নিজের জন্মদিনে তার ভক্তদের দেওয়া কথা কি তিনি রাখলেন?
অদৃতের জন্মদিন নিয়ে বেশ উচ্ছাস রয়েছে তার ফ্যানেদের মধ্যেও, বিশেষ করে তরুণীদের মধ্যে। তবে এবার ভক্তবৃন্দদের তার জন্মদিনে দেখা করার সুযোগ দেন তিনি। নিজেই ফেসবুক পোস্টে লেখেন যে, “যারা আমার সঙ্গে দেখা করতে চাও বা আমাকে উইশ করতে চাও তারা নিজেরা উপস্থিত হয়ে আমাকে ধন্য কর। আগামিকাল ২৫ শে মে ভারতলক্ষ্মী স্টুডিওর গেট খোলা থাকবে।” ব্যাস মুহূর্তের মধ্যে ভাইরাল এই পোস্ট। কিন্তু তিনি নিজের সেই কথার কতটা রাখলেন, চলুন এবার জেনে নিই তা।
মিঠাই ধারাবাহিকের বিখ্যাত জনপ্রিয় চরিত্র অভিনেতা উদয় প্রতাপ সিং সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখনে তিনি বার্থডে বয়কে নিজের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে যে, স্টুডিওর বাইরেই অনেকগুলি কেক একসাথে কাটছেন আদৃত, আর তার হাতে রয়েছে একগুচ্ছ গোলাপ! আর তার চারপাশে গিজগিজ করছে তার ভক্তরা। একরাশ তরুণীর দল ঘিরে রেখেছে তাকে। ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও।
প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখে স্বপ্ন পূরণ হয়েছে সবারই। এদিন আদৃতের হ্যান্ডসাম লুক দেখে তার ওপর ফিদা হয়ে যায় সমস্ত কামিনিকাঞ্চনার দল। তবে এদিন জনাগেল অভিনয় তো বটেই, গানের গলাও নেহাৎ কম কিছু নয়।গানের ভিডিওতে ভক্তদের পাগল করে দেন মিঠাই রানির সিডি বয়। কিন্তু ব্যক্তিগত জীবনে একদম টু শব্দটিও করেন না তিনি। ভক্তদের শত জোরাজুরিতেও গাইতে শোনা যায়নি তাকে। কিন্তু প্রায় দীর্ঘ ১০ বছর ধরে আদৃত ও সুপ্রিয়া একে অপরের সঙ্গে সম্পর্কে থাকলেও কদিন আগেই তাদের সেই প্রেমে ফাটল এসেছে। বর্তমানে মিঠাই ধারাবাহিকেরই আরেক জনপ্রিয় চরিত্র, দিদিয়া ওরফে কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আদৃত।