Adrit Roy

‘উচ্ছেবাবু’ এখন বাংলার কবীর সিং! আদৃতের আপকামিং সিনেমার ঝলক দেখে খুশি দর্শকেরা

নিউজ শর্ট ডেস্ক: ‘মিঠাই’ (Mithai) শেষ হয়ে গেলেও দর্শকমহলে আজও ক্রেজ কমেনি সকলের প্রিয় ‘উচ্ছেবাবু’র (Ucchebabu)। ধারাবাহিকে নায়ক সিদ্ধার্থ মোদকের (Sidhartha Modak) চরিত্রে অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছিল অনেকদিন আগেই। পর্দায় তাঁর বলে সেই ‘এই হেট সুইটস’ সংলাপ আজও মনে রেখেছেন দর্শক। তবে ছোট পর্দায় এসে আকাশছোঁয়া সাফল্য পেলেও আদৃতের অভিনয়ের হাতেখড়ি হয়েছিল বাংলা সিনেমা থেকে।

যদিও বড়পর্দায় সেভাবে কাজ করেনি আদৃত ম্যাজিক। তাই আচমকাই এক বন্ধুর পরামর্শে বাংলা সিরিয়ালে অভিনয় করতে চলে এসেছিলেন আদৃত। করোনাকালে লকডাউনের সময় যখন গৃহবন্দী গোটা বিশ্ব তখনই বাংলার মানুষকে একেবারে নিখাদ বিনোদনে মুড়ে দিয়েছিল মিঠাই রানীর মোদক পরিবার।

ধারাবাহিকে আদৃত আর মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর জুটিও বেশ মনে ধরেছিল দর্শকদের। মিঠাই শেষ হওয়ার পর ইতিমধ্যেই বড় পর্দায় শেষ হয়েছে সৌমি তৃষার প্রথম বাংলা সিনেমা প্রধানের শুটিং। আর এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে  সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের আসন্ন সিনেমার প্রথম ঝলক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy,আসন্ন সিনেমা,Upcoming Cinema,ভাইরাল ভিডিও,Viral Video,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ মোদকের খোলস ছেড়ে আদৃত এখন একেবারে পাগল প্রেমিক।তার মাথা ভর্তি চুল আর গাল ভর্তি দাড়ি গোঁফে ঢেকে গিয়েছে মুখ। যার সাথে দর্শকদের অনেকেই মিল পেয়েছেন হিন্দি সিনেমার কবির সিংয়ের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যান পেজ থেকে আদৃতের আসন্ন সিনেমার শুটিংয়ের একটি দৃশ্য  শেয়ার করেছেন করা হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে অভিনেতা তার প্রেমিকাকে নিজের কাছে আটকে রাখার জন্য প্রাণপণ  চেষ্টা করে যাচ্ছেন। এই ভাইরাল ভিডিও থেকে জানা যাচ্ছে সিনেমায় আদৃতের  নাম হতে চলেছে জয়। জানা যাচ্ছে এই সিনেমার হিরোইন একজন নন বেঙ্গলি আর্টিস্ট।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy,আসন্ন সিনেমা,Upcoming Cinema,ভাইরাল ভিডিও,Viral Video,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এখনো তার পুরো পরিচয় জানা যায়নি। তবে ভিডিওতে যে দৃশ্যটি দেখা গিয়েছে তার শুটিং হয়েছে কলকাতার নিউ টাউন আর্ট কলেজের সামনে। রোমান্টিক হিরো থেকে  আদৃতেরর এমন ভোল বদল দেখে বেজায় খুশি তাঁর ভক্তরা। তাই এমনই একজন অনুরাগী লিখেছেন ‘বাংলার কবীর সিং আমাদের’। আবার একজন লিখেছেন ‘ফেভারিট হিরোকে এরকম আগ্রেসিভ লুকে দেখবো এটা ভেবেই এক্সসাইটেড লাগছে । অপেক্ষা করে আছি পুরো গল্প দেখার জন্য।’

Avatar

anita

X