নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে সংসার খরচ বাদেও বাড়তি খরচ জোগাতে হিমশিম খাওয়ার জোগাড় সবারই। তাই চাকরির পাশাপাশি কমবেশি সকলেই ইদানিং ঝুঁকছেন ছোটখাটো ব্যবসার দিকেও। তবে মুশকিল আসানে এবার এগিয়ে এল গুগল।প্রয়োজন শুধু স্মার্টফোন আর ইন্টারনেট। এখনকার স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে গোটা দুনিয়াই এখন চলে এসেছে হাতের মুঠোয়।
এবার বাড়ি বসেই মোবাইলের সাহায্যে ইনকাম করার বিশেষ সুযোগ দিচ্ছে Google। সপ্তাহান্তের ছুটিতে কিংবা কাজের ফাঁকে সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন সবাই। তাই কোনও হলিডে ডেস্টিনেশন হোক কিংবা কোনও রেস্তোরাঁ সব জায়গাতেই ঘুরতে যাওয়ার পর সেখানকার পরিবেশ,পরিষেবা কিংবা খাবারের গুণগত মান নিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখে পড়েন সবাই।
তবে এবার এই সমস্ত ঘুরতে যাওয়ার জায়গা, রেস্তোরাঁ কিংবা স্থাপত্য সম্পর্কে অভিজ্ঞতা কেমন তা বিশদে গুগলকে জানালেই ইনকাম হবে ডলারে। এইভাবেই নিজের সৎ এবং সঠিক অভিজ্ঞতা শেয়ার করলে বাড়ি বসেই আয় করার সুযোগ দিচ্ছে Google Opinion Reward নামের একটি অ্যাপ। প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর সেখান থেকেই বিভিন্ন সার্ভে-তে নিজের অভিজ্ঞতা জানিয়ে, টাকা আয় করা যাবে।
গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস কী?
বাজার গবেষকদের দ্বারা যে সার্ভে করা হয় সেখানে কোনও জায়গায় ঘুরতে গেলে কিংবা কোনও রেস্তোরাঁয় খেতে গেলে সেখানকার অভিজ্ঞতা জানতে বিভিন্ন প্রশ্ন থাকে। যার উত্তর দেওয়ার পর নির্দিষ্টি টাকা দেয় গুগল।
প্রতি সার্ভে কত টাকা আয়?
একটি সার্ভে শেষ করলে গ্রাহকরা ০.১০ ডলার থেকে ১ ডলার টাকা পান। তবে সার্ভের প্রশ্ন সংখ্যা, সেটি দিতে কতক্ষণ সময় লেগেছে এবং উত্তর কতটা সত্যি, তার উপর নির্ভর করবে টাকার অঙ্ক। এই সার্ভেতে যে যত সৎ হয়ে উত্তর দেবে তার সার্ভে আসার সম্ভাবনা তত বাড়বে।
এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে পাবেন?
সার্ভে থেকে পাওয়া টাকা ২ ডলার হলে তবেই সেই টাকা উইথড্র করা যাবে। তবে এখানে বলে রাখি এই টাকা সরাসরি ব্যবহার করা যায় না। যারা আইফোন ব্যবহার করে তাদের টাকা পেপাল অ্যাকাউন্টে জমা হবে আর অ্যান্ড্রয়েড ইউজারদের টাকা গুগল প্লে অ্যাকাউন্টে জমা হবে।গুগলের তরফ থেকে ইমেইলে সমস্ত তথ্য পাঠানো হবে।
কীভাবে এই সার্ভে পাবেন?
গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ইনস্টল করার পর গুগলের তরফ থেকেই ফোনে নোটিফিকেশন পাঠানো হবে। সেখানে ট্যাপ করেই সার্ভের উত্তর দিতে হবে।