Mithai Serial Actor

পার্শ্ব চরিত্রেই বাজিমাত, ‘মিঠাই’র রাজীব ওরফে সৌরভের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা

বাংলা টেলি (Tollywood) দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন সৌরভ চ্যাটার্জি(Sourav Chatterjee)। অভিনেতাকে চেনেননা এমন মানুষ এই বাংলায় দুর্লভ। বিগত বেশকিছু বছর ধরে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভ। যদিও মূখ্য চরিত্রে তাকে সেভাবে পাওয়া যায়নি। তবে পার্শ্ব চরিত্রেই (Side Role) জয় করে নিয়েছেন মানুষের মন।

এই যেমন এখন তাকে দেখা যাচ্ছে জি বাংলার মিঠাই (Mithai) সিরিয়ালে। এখানেও দূর্দান্ত প্রশংসা পাচ্ছেন তিনি। কারণ সৌরভ ছাড়া ‘মিঠাই’র হল্লা পার্টি অসম্পূর্ণ বললেই চলে। তবে সৌরভ যে, কেবল ধারাবাহিকের পর্দাতেই আবদ্ধ রয়েছেন তা কিন্তু নয়, পাশাপাশি বড় পর্দা এবং ওয়েব সিরিজেও চুটিয়ে কাজ করছেন তিনি।

তবে এতকিছুর মধ্যেও, ‘মিঠাই’ তে তার অভিনয় যেন বেশি করে নজর কাড়ছে। সম্প্রতি ভূতের চরিত্রে অভিনয় করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এতদিন পজিটিভ নেগেটিভ সব ধরনের চরিত্রেই অভিনয় করছেন বটে, তবে ভূতের চরিত্রে এই অভিনব অভিনয় বোধহয় এই প্রথম।

প্রসঙ্গত উল্লেখ্য, যারা নিয়মিত মিঠাই ধারাবাহিকটি দেখছেন তারা তো জানেনই যে, মিঠি এখন নফরচাঁদের বাড়িতে হাজির হয়েছে। সেখানে গিয়ে প্রত্যেককে উচিত শিক্ষা দিচ্ছে সে। এমতাবস্থায় তাদের ধারণা হয়েছে যে, মিষ্টির মা-কে বোধহয় ভূতে পেয়েছে।

এদিকে হল্লা পার্টিও এক জবরদস্ত প্ল্যান করেছে। নফরবাবুর পরিবারকে ভয় দেখানোর জন্য মহিলা ভূত সেজেছে রাজীব। আর তার এই নতুন অবতার দেখে মানুষের তো পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। সত্যি কথা বলতে কী, দূর্দান্ত অভিনয় করেছেন তিনি।

https://www.instagram.com/p/CpK46z2BCPC/?utm_source=ig_web_copy_link 

সম্প্রতি তার এই নতুন অবতার নিজের ইনস্টাগ্রাম ওয়ালে শেয়ারও করেছিলেন। তার এই অদ্ভুত অবতার দেখে হাসি থামাতে পারছেনা দর্শকরা। পাশাপাশি দারুন প্রশংসা পাচ্ছেন তুখোড় অভিনয়ের জন্যেও। তিনি আরো একবার প্রমাণ করে দিলেন যে, অভিনয় জানা থাকলে, মূখ্য চরিত্রই হোক কী পার্শ্ব চরিত্র, সবেতেই বাজিমাত করা যায়।

Avatar

Moumita

X