Mithijhora

anita

Mithijhora: ‘৬ বার হয়ে গেছে…’ প্রেমিকের সঙ্গে বিয়ে নিয়ে বেফাঁস মন্তব্য ‘মিঠিঝোড়া’র নীলুর

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবাদৃতা বসু (Debadrita Basu)। যিনি এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোড়া’ (Mithijhora) ধারাবাহিকের নীলাঞ্জনা অর্থাৎ নিলু (Nilu) নামে পরিচিত। ধারাবাহিকে দিদির বদলে রাইয়ের পরিবর্তে নিজেই জামাইবাবু শৌর্য্যর গলায় মালা দিয়েছে নীলু। আসলে সিরিয়ালের প্লট অনুযায়ী দেখা গিয়েছে বিয়ের রাতেই রাইয়ের বাবার হৃদরোগে মৃত্যু হয়।

   

তখনই কিছু বুঝে উঠতে না পেরে  শৌর্য্যর সাথেই নীলুকে জোর করে বিয়ের পিঁড়িতে বসায় রাই। সম্প্রতি এই রায়পূর্ণা  আর নীলাঞ্জনা দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসেছিলেন। সেখানেই সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে আড্ডা জমিয়েছিলেন মিঠিঝোড়ার অভিনেত্রীরা। এই দিনের পর্বের এক ঝলক শেয়ার করা হয়েছে জি বাংলার তরফে।

সেখানেই দেবাদৃতাকে রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন নতুন বছর কেমন কাটছে? তার উত্তরের অভিনেত্রী বলেন ভালোই কাটছে। এদিন দেবাদৃতা জানান তিনি মনে করেন তাঁর কাছে প্রত্যেকদিন একটা নতুন সুযোগ। তাই নতুন বছরে তিনি আলাদা করে কোন রেজলিউশন নেন না। তিনি মনে করেন জীবন একটা উদযাপন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,দেবাদৃতা বসু,Debadrita Basu,মিঠিঝোড়া,Mithijhora,রচনা ব্যানার্জী,Rachana Banerjee,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রাহুল দেব বসু,Rahul Dev Basu,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এরপরে অভিনেত্রীর কাছে রচনা বন্দ্যোপাধ্যায় জানতে চান তিনি কবে লাইফে  সেটেল হওয়ার প্ল্যান করছেন? প্রসঙ্গত গত বছরেই জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বসুর সাথে সাথে সম্পর্কে সিলমোহর  দিয়েছেন অভিনেত্রী। তাই এখন সেই সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন অভিনেত্রী। এদিন বিয়ের প্রসঙ্গে দেবাদৃতা বলেন ‘এখনও ভাবিনি। কাজের জন্য নয়, আরেকটু সময় নিচ্ছি। সেটেল হয়েও আমি কাজ করতে পারব। আসলে সেটল হয়ে আরও অনেক পরিকল্পনা রয়েছ’।

আরও পড়ুন: হতে পারতেন নায়িকা, কিন্তু পার্শ্বচরিত্রের অভিনেত্রী হয়েই থেকে গেলেন ‘হাবলি’ শ্রীতমা!

তখন রসিকতা করে রচনা বলেন ‘তাছাড়া সিরিয়ালে এতবার হয়ে গেছে!’ তখন হাসি হাসতে হাসতে দেবাদৃতা বলেন ‘সত্যি, আলাদা করে আর বিয়ে করার দরকার নেই। আমার ৬ বার হয়ে গেছে। আমি তো দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে দিতে পারব। এরপর এটা মিস হচ্ছে এটা করো, সিরিয়াসলি!’ প্রসঙ্গত ‘জয়ী’ ধারাবাহিকের সময় যখন দেবাদৃতা প্রথম অভিনয় শুরু করেছিলেন তখন তিনি সবে ক্লাস ইলেভেনের ছাত্রী ছিলেন। এরপর ধীরে ধীরে একের পর এক বাংলা সিরিয়ালে অভিনয় করে টেলিপাড়ায় নিজের জায়গা পাকা করেছেন তিনি।