Mithijhora Serial Rai will wake up like Khelnabari Fan made Promo video viral

‘মিঠিঝোরা’তেও মিতুলের মত মৃত্যুশয্যায় বেঁচে উঠবে রাই! ভিডিও লিক হতেই হইচই নেটপাড়ায়

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি দর্শকদের প্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল ‘মিঠিঝোরা’। শুরু থেকেই দুঃখে ভরা জীবন রাইয়ের। নিজের প্রেমিকের সাহতে বিয়ে হওয়ার কথা থাকলেও বোনকে তাঁর সাথে বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে বোনই হয়ে গিয়েছে শত্রু। সকলের কথা ভাবলেও তাঁর কথাই ভাবতে বা তাঁকে বুঝতে রাজি নয় কেউ। এমনকি নিজের স্বামী অনির্বাণ পর্যন্ত অল্পতেই অবিশ্বাস করে যা নয় তাই ভাবে অপমান করছে রাইকে।

যারা নিয়মিত দর্শক তারা জানেন কঠিন রোগে আক্রান্ত হয়েছে রাই। যদিও তাঁর স্বামী অনির্বান ভাবছে অন্য কারোর দৌলতে প্রেগনেন্ট হয়ে গিয়েছে সে। তাই প্রতিমুহূর্তে অপমান করতে শুরু করেছে তাকে। এরই মাঝে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রাই। তবে কি ফের পুনরাবৃত্তি হবে ‘খেলনা বাড়ি’র ট্র্যাকের? এই প্রশ্ন উঠতে শুরু করেছিল দর্শকদের মনে।

এবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে রাইকে মৃত্য ভেবে নিয়েছে সকলে। তাই তাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে জেওয়া হচ্ছে শ্মশানে পুড়িয়ে দেওয়ার জন্য। ঠিক যেমনটা খেলনা বাড়ি ধারাবাহিকে হায়েক মিতুল থুড়ি অভিনেত্রী আরাত্রিকার সাথে। তবে আসল ব্যাপার হল এই ভিডিওটি কিন্তু মোটেই ধারাবাহিকের আসন্ন ট্র্যাকের নয়।

মাঝে মধ্যেই সিরিয়ালপ্রেমীরা নিজেদের পছন্দের তারকাদের নিয়ে ভিডিও বানিয়ে থাকেন। এই তেমনই এডিট করে তৈরী করা হয়েছে। যার জেরে একপ্রকার ক্ষুদ্ধ হয়ে গিয়েছেন  নেটিজেনদের একটা বড় অংশ।

আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে তুলকালাম! শত বাঁধা পেরিয়ে এক হল অংশু-পারমিতা, প্রকাশ্যে ‘ফুলকি’র ধামাকা পর্ব 

ভিডিওটির কমেন্ট বক্সে কেউ লিখেছে, দর্শকদের কি পাগল ভাবেন নাকি!  যা দেখবেন তাই মেনে নেব?’ তো আরেকজনের মত, কেন ভুলভাল জিনিস শেয়ার করছেন? ইটা মোটেই মিঠিঝোরার দৃশ্য নয়।’আসলে যারা আগের মেটাতেই দেখেছেন তারা একবার দেখেই বুঝতে পেরে গিয়েছিলেন যে এটা নকল ভিডিও। তবে এমনই কিছু লোক আছেন যারা এই ভিডিও প্রোমোটিকে সত্যি ভেবে বসেছেন। তাই ভিডিওর নিচে কমেন্ট করেছেন, খেলনা বাড়ির মত দেখানো হচ্ছে। এমনটা মেনে নেওয়া যায় না, আর দেখবে না

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X