Mithun Chakraborty

আর সহ্য করা যাচ্ছে না! পুলিশের কাছে কার নামে অভিযোগ দায়ের করলেন মিঠুন চক্রবর্তী?

কিছুদিন আগেই জি বাংলার(Zee Bangla) পর্দায় ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তার আগমনের সাথে সাথেই শো-র টিআরপি(TRP) বেড়েছে হু হু করে। শো’র মধ্যমণি হয়ে উঠেছেন তিনি। সবে মিলিয়ে ‘ডান্স বাংলা ডান্স’র আসর এখন দারুণ জমজমাট। তবে এবার খবর মিলেছে, সেটের একজনের উপর বেজায় চটে আছেন তিনি।

এমনকি শো-র এক বিশেষ পর্বে পুলিশ উপস্থিত ছিলেন। সেই পর্বে পুলিশের কাছে নালিশও জানিয়েছেন, মহাগুরু। তবে তাতেই কি আর শান্তি মিলেছে? পুলিশ তো সোজা জানিয়েই দিয়েছে যে, তারা অতীতে কখনোই এই ধরণের অভিযোগ নেননি। কিন্তু মহাগুরুর জন্য একবার চেষ্টা করতে পারেন।

এখন সকলের মনেই প্রশ্ন জাগবে যে, কে এই ব্যক্তি? যার প্রতি মিঠুন এতটা বিরক্ত? আসলে ছোটদের ভীষণ পছন্দের এক গ্রাফিক্স চরিত্র কেকে। আর সেই ভূতকে নিয়েই যত সমস্যা। আর এবার এই ভূতের প্রতিই তিতিবিরক্ত হয়ে উঠেছেন মহাগুরু। সেই কারণেই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে তাকে।

মিঠুনের এই কথা শুনতেই হাসির রোল ওঠে শোয়ের অন্দরে সাথে আবার শোয়ের সঞ্চালক অঙ্কুশ হাজরা TRP তালিকায় হিট হওয়ার খবরও জানিয়েছেন। শোয়ের সবাই বেশ খুশি তাতে। কারণ নন ফিকশন রিয়েলিটি শোতে TRP খুব বেশি ওঠেনা। কিন্তু মিঠুনের উপস্থিতি যেন সবকিছুই বদলে দিয়েছে।

কিন্তু তাহলে মাঝখানে ১০ বছর তাকে দেখা যায়নি কেন? একথা মিঠুন নিজেই জানিয়েছেন। এই প্রসঙ্গে মহাগুরু বলেছিলেন, জি বাংলার পর্দায় তিনি প্রথম এই আসনে বসেছিলেন। তবে পরবর্তী সিজন থেকে তাকে আর দেখা গেল না এই রিয়্যালিটি শো-এর মঞ্চে। প্রকাশ্যেই মিঠুন চক্রবর্তী জানান, ‘কারণ একটাই, জি বাংলার ভাবনাকে ধার করেই জাতীয় স্তরে জি স্থির করে ডান্স ইন্ডিয়া ডান্স শুরু করার। আমাকেও ডেকে নিয়ে যায় সেখানে।’

মিঠুনের আরো সংযোজন, ‘তবে আমার উদ্দেশ্যে ছিল অন্য। কিছু বছর আগে পর্যন্তও সকলে প্রশ্ন করতেন এই শিশুগুলোর ভবিষ্যৎ কি? ডান্সার? গান গাওয়া চলে, কিন্তু নাচ সেভাবে গ্রহণ করে না কেউ। এই মিথকে ভাঙতেই চেয়েছিলাম আমি। বহু ডান্সারের জন্ম হয়েছে এই সব স্টেজে। এখন আর এসব প্রশ্ন আমায় শুনতে হয় না। আমার সেই উদ্দেশ্য পূরণ হয়েছে।’

Avatar

Moumita

X