Mithun Chakraborty

Papiya Paul

Mithun Chakraborty: মিঠুন নাকি জিতেন্দ্র! বলিউডে সবথেকে বেশি ফ্লপ সিনেমা করেছেন এই ৭ তারকা!

নিউজশর্ট ডেস্কঃ Bollywood Most Unsuccessful Superstars Gave Most Flop Movies : একজন বলিউড(Bollywood) নায়কের চাহিদা সবসময় খুব বেশি। এই বলিউড নায়ক তার গোটা জীবনে প্রায় একশোর বেশি ছবিতে অভিনয় করে থাকেন। কেউ কেউ আবার ২০০-৩০০-গণ্ডিও পার করে ফেলেছেন। তবে এর মধ্যে সবকটি ছবি যে সুপারহিট(Superhit) হবে এমনটা কিন্তু একদমই নয়। বলিউডের হিরোদের সিনেমার তালিকায় একদিকে যেমন সুপারহিট বা ব্লকবাস্টার ছবির সংখা রয়েছে, ঠিক তেমনি ফ্লপ(Flop) ছবির সংখ্যা আছে।

   

বলিউডের এমনই একজন অভিনেতা হলেন যিনি তার ফ্লপ ছবির সংখ্যাতে রেকর্ড করেছেন। তিনি কোন অভিনেতা জানেন? বলিউডের নাম্বার ওয়ান সুপারস্টার তিনি। তবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান কিংবা সালমান খান নন। বরং বাংলার একজন জনপ্রিয় অভিনেতা। নিশ্চয়ই বুঝে গিয়েছেন এখানে কার কথা বলা হচ্ছে। এই অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)

তিনি তার জীবনে যতগুলো ছবি করেছেন তার মধ্যে ফ্লপ ছবির সংখ্যা বেশি। তার কেরিয়ারে প্রায় ১৮০ টি ফ্লপ ছবি রয়েছে। এরমধ্যে থেকে ৪৭ টি ছবি খুব বাজে ফলাফল করেছে। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে, এত ছবি ফ্লপ হবার পরেও কেন থাকে সুপারস্টার বলা হয়। মিঠুন তার জীবনে ৫০ টি হিট ছবিতে কাজ করেছেন। আর এই হিসাবে বলিউডের চতুর্থ সর্বোচ্চ হিট প্রদানকারী অভিনেতা তিনি।

from disco dancer to sriramkrishna mithun chakraborty got national award

আরও পড়ুন: Target Rating Point List: ২০২৩-র টিআরপিতে সেরার সেরা কোন বাংলা সিরিয়াল? প্রকাশ্যে রিপোর্ট

আবার ৯০ দশকে পরপর তিনি ৩৩ টি ছবি ফ্লপ উপহার দিয়েছেন। তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়। বলিউডের পাশাপাশি টলিউডেও তিনি রাজত্ব করেছেন। মিঠুনের পরে ফ্লপ ছবির তালিকায় নাম রয়েছে জিতেন্দ্রর(Jitendra)। তিনি প্রায় ১০৬ টি ফ্লপ ছবিতে কাজ করেছেন। এরপরে রয়েছে ধর্মেন্দ্রর(Dharmendra) নাম তার কেরিয়ারে ফ্লপ ছবির সংখ্যা প্রায় ৯৯ টি।

এর পরপর রয়েছে ঋষি কাপুর(Rishi Kapoor) যিনি ৭৬ টি ফ্লপ ছবিতে কাজ করেছেন। গোবিন্দা(Govinda) ৭৫ টি ছবি আর সঞ্জয় দত্তের(Sanjay Dutt) ৭০ টি ছবি ফ্লপ হয়েছিল। অমিতাভ বচ্চনের(Amitabh Bachchan) ৬৮ ছবি ফ্লপ হয়েছিল।